ে#হুগলি: বাঙালি ফুটবল প্রিয়, বাঙালি মিষ্টি প্রেমী। বাঙালির ফুটবল ও মিষ্টি দুই পছন্দের জিনিসের মেলবন্ধন ঘটিয়েছে চন্দননগরের প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান। মেলবন্ধনের নেপথ্যে রয়েছে কিন্তু অবশ্যই ফুটবল বিশ্বকাপ। মিষ্টি দিয়ে তৈরি করে ফেলেছেন দুই ফুট উচ্চতার এমবাপের একটি সন্দেশ। ফ্রান্স জিতলে যা উৎসর্গ করা হবে চন্দননগরকে।
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবলের সাথে বাঙালির ভালবাসা বহু প্রাচীন সময় ধরে। ফুটবল বিশ্বকাপ আসলে সেই উন্মাদনা আরও এক ধাপ এগিয়ে আসে। আগামী ১৮ তারিখ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। দেশ সুরে আর্জেন্টিনার সমর্থক কম নেই তবে পিছিয়ে নেই ফ্রান্সের সমর্থকরাও। ফ্রান্সকে নিয়ে বিশ্বকাপে উন্মাদনা গোটা চন্দননগর জুড়ে। এইবার নিজের পছন্দের প্রিয় দলের প্রিয় প্লেয়ারকে সন্দেশের মধ্যে রূপায়িত করলেন চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান।
আরও পড়ুন - Lionel Messi: পুরো গেমটাই কী মেসিরই প্ল্যান! অদেখা ভিডিও দেখে মেসির প্রাক্তন সতীর্থ করলেন সিক্রেট ফাঁস
আরও পড়ুন - বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নামাই হল কাল কৃষ্ণনগরের যুবকের
প্রায় দু-ফুটের এমব্যাপের সন্দেশ বানিয়ে ফেলেছেন তাঁরা। ছয় ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে নিপুণ শিল্পকলা ফুটিয়ে তুলেছেন ধনঞ্জয় দাস। তিনি বলেন, ফ্রান্সের জন্যে রাত জাগতে রাজি তাঁরা। চন্দননগরের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বহু প্রাচীন। তাই ফুটবল বিশ্বকাপে বরাবরই ফ্রান্সকে সমর্থন করে আসছেন তাঁরা।
নিজের প্রিয় দল ও প্রিয় প্লেয়ারের প্রতি সমর্থন জানানোর জন্য তিনি তৈরি করে ফেলেছেন সন্দেশের এমব্যাপের। এই সন্দেশ তৈরি হয়েছে ক্ষীর, ছানা, কাজু বাদামের পাক, ক্ষীরের কড়া পাক দিয়ে। তিনি আশাবাদী ফাইনালে ও এমব্যাপের পা দিয়ে গোল দেখতে পাবেন তাঁরা। যদি ফ্রান্স ফাইনালে যেতে তাহলে এই মিষ্টি উৎসর্গ করা হবে চন্দননগরের নামে।
Rahi Halderনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fifa world Cup 2022, Hooghly