Hooghly News: বিশ্বকাপ ফুটবল ফাইনালে ফ্রান্সের জন্য গলা ফাটাবে চন্দননগর, তৈরি মিষ্টির বিশাল এমবাপে

Last Updated:

চন্দননগরের তৈরি হয়েছে মিষ্টির এমব্যাপে

+
এমবাপে

এমবাপে মিষ্টি

ে#হুগলি: বাঙালি ফুটবল প্রিয়, বাঙালি মিষ্টি প্রেমী। বাঙালির ফুটবল ও মিষ্টি দুই পছন্দের জিনিসের মেলবন্ধন ঘটিয়েছে চন্দননগরের প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান। মেলবন্ধনের নেপথ্যে রয়েছে কিন্তু অবশ্যই ফুটবল বিশ্বকাপ। মিষ্টি দিয়ে তৈরি করে ফেলেছেন দুই ফুট উচ্চতার এমবাপের একটি সন্দেশ। ফ্রান্স জিতলে যা উৎসর্গ করা হবে চন্দননগরকে।
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবলের সাথে বাঙালির ভালবাসা বহু প্রাচীন সময় ধরে। ফুটবল বিশ্বকাপ আসলে সেই উন্মাদনা আরও এক ধাপ এগিয়ে আসে। আগামী ১৮ তারিখ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। দেশ সুরে আর্জেন্টিনার সমর্থক কম নেই তবে পিছিয়ে নেই ফ্রান্সের সমর্থকরাও। ফ্রান্সকে নিয়ে বিশ্বকাপে উন্মাদনা গোটা চন্দননগর জুড়ে। এইবার নিজের পছন্দের প্রিয় দলের প্রিয় প্লেয়ারকে সন্দেশের মধ্যে রূপায়িত করলেন চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান।
advertisement
advertisement
প্রায় দু-ফুটের এমব্যাপের সন্দেশ বানিয়ে ফেলেছেন তাঁরা। ছয় ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে নিপুণ শিল্পকলা ফুটিয়ে তুলেছেন ধনঞ্জয় দাস। তিনি বলেন, ফ্রান্সের জন্যে রাত জাগতে রাজি তাঁরা। চন্দননগরের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বহু প্রাচীন। তাই ফুটবল বিশ্বকাপে বরাবরই ফ্রান্সকে সমর্থন করে আসছেন তাঁরা।
advertisement
নিজের প্রিয় দল ও প্রিয় প্লেয়ারের প্রতি সমর্থন জানানোর জন্য তিনি তৈরি করে ফেলেছেন সন্দেশের এমব্যাপের। এই সন্দেশ তৈরি হয়েছে ক্ষীর, ছানা, কাজু বাদামের পাক, ক্ষীরের কড়া পাক দিয়ে। তিনি আশাবাদী ফাইনালে ও এমব্যাপের পা দিয়ে গোল দেখতে পাবেন তাঁরা। যদি ফ্রান্স ফাইনালে যেতে তাহলে এই মিষ্টি উৎসর্গ করা হবে চন্দননগরের নামে।
advertisement
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বিশ্বকাপ ফুটবল ফাইনালে ফ্রান্সের জন্য গলা ফাটাবে চন্দননগর, তৈরি মিষ্টির বিশাল এমবাপে
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement