Lionel Messi: পুরো গেমটাই কী মেসিরই প্ল্যান! অদেখা ভিডিও দেখে মেসির প্রাক্তন সতীর্থ করলেন সিক্রেট ফাঁস

Last Updated:
মেসির সতীর্থ অ্যাগুয়েরো এই ভিডিওটি দেখে পুরো বিষয়টি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিয়েছেন৷ তিনি সিক্রেট আউট করে বলে দিয়েছেন মেসি নিজের টিম মেটদের পরিষ্কার বার্তা দিয়ে দেন তাঁরা সবাই কে কোথায় কী পজিশন দাঁড়াবেন৷
1/6
#কলকাতা: আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় গোল দেখে সকলেই  নিশ্চিত যে লিওনেল মেসি ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর সেরাটা দিয়ে পারফরম্যান্স করেছেন৷ তিনি এই গোলটি পুরো প্ল্যান করে ফেলেছিলেন সেটাই বোঝা যাচ্ছে ম্যাচের অদেখা ফুটেজ দেখে৷ তাঁর আশ্চর্যজনক সহায়তার জন্য বিল্ড আপে বল পাওয়ার আগে  পুরো পদক্ষেপের পরিকল্পনা করেছিলেন।
#কলকাতা: আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় গোল দেখে সকলেই  নিশ্চিত যে লিওনেল মেসি ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর সেরাটা দিয়ে পারফরম্যান্স করেছেন৷ তিনি এই গোলটি পুরো প্ল্যান করে ফেলেছিলেন সেটাই বোঝা যাচ্ছে ম্যাচের অদেখা ফুটেজ দেখে৷ তাঁর আশ্চর্যজনক সহায়তার জন্য বিল্ড আপে বল পাওয়ার আগে  পুরো পদক্ষেপের পরিকল্পনা করেছিলেন।
advertisement
2/6
জুলিয়ান আলভারেজ গোল করার জন্য একটি প্লেটে  সাজানো মিষ্টির মতো বলটিকে পৌঁছে দেওয়ার আগে ক্রোয়েশিয়ার গাভির্দিওলকে পেরিয়ে যেতেন  ৩৫ বছর বয়সী মেসি।
জুলিয়ান আলভারেজ গোল করার জন্য একটি প্লেটে  সাজানো মিষ্টির মতো বলটিকে পৌঁছে দেওয়ার আগে ক্রোয়েশিয়ার গাভির্দিওলকে পেরিয়ে যেতেন  ৩৫ বছর বয়সী মেসি।
advertisement
3/6
ম্যাচের ভিডিওটি মন দিয়ে দেখলে দেখা যাচ্ছে লিওনেল মেসি জুলিয়ান আলভারেজকে পজিশনে পয়েন্ট করেছেন, ক্লিপে আলভারেজকে পজিশনে ইশারা করতে দেখা যায় মেসিকে।
ম্যাচের ভিডিওটি মন দিয়ে দেখলে দেখা যাচ্ছে লিওনেল মেসি জুলিয়ান আলভারেজকে পজিশনে পয়েন্ট করেছেন, ক্লিপে আলভারেজকে পজিশনে ইশারা করতে দেখা যায় মেসিকে।
advertisement
4/6
আলভারেজ বল পাঠান মেসির দিকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী মেসি হঠাৎ ক্রোয়েশিয়ার ব্যাকলাইন থেকে দৌড়ানোর জন্য নিজেকে ফ্রি খুঁজে পান৷ মেসি তখন ফ্ল্যাঙ্কে ড্রিবল করে ভয়ানক টার্নের আগে Gvardiol-এ কাটিয়ে শেষ পর্যন্ত  অ্যালভারেজকে ট্যাপ ইন করার জন্য ফিরিয়ে দেওয়ার আগে।
আলভারেজ বল পাঠান মেসির দিকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী মেসি হঠাৎ ক্রোয়েশিয়ার ব্যাকলাইন থেকে দৌড়ানোর জন্য নিজেকে ফ্রি খুঁজে পান৷ মেসি তখন ফ্ল্যাঙ্কে ড্রিবল করে ভয়ানক টার্নের আগে Gvardiol-এ কাটিয়ে শেষ পর্যন্ত  অ্যালভারেজকে ট্যাপ ইন করার জন্য ফিরিয়ে দেওয়ার আগে।
advertisement
5/6
অদেখা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, এটি দাবি করা হয়েছে যে মেসি জানতেন যে কী হবে গাভির্দিওলকে বিব্রত করার আগে।
অদেখা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, এটি দাবি করা হয়েছে যে মেসি জানতেন যে কী হবে গাভির্দিওলকে বিব্রত করার আগে।
advertisement
6/6
মেসির সতীর্থ অ্যাগুয়েরো এই ভিডিওটি দেখে পুরো বিষয়টি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিয়েছেন৷ তিনি সিক্রেট আউট করে বলে দিয়েছেন মেসি নিজের টিম মেটদের পরিষ্কার বার্তা দিয়ে দেন তাঁরা সবাই কে কোথায় কী পজিশন দাঁড়াবেন৷ পাশাপাশি অ্যাগুয়েরো বলে দিয়েছেন "তার পায়ে শর্ট পাসই রহস্য।"
মেসির সতীর্থ অ্যাগুয়েরো এই ভিডিওটি দেখে পুরো বিষয়টি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিয়েছেন৷ তিনি সিক্রেট আউট করে বলে দিয়েছেন মেসি নিজের টিম মেটদের পরিষ্কার বার্তা দিয়ে দেন তাঁরা সবাই কে কোথায় কী পজিশন দাঁড়াবেন৷ পাশাপাশি অ্যাগুয়েরো বলে দিয়েছেন "তার পায়ে শর্ট পাসই রহস্য।"
advertisement
advertisement
advertisement