হুগলি: তীব্র দাবদাহে ৪২ ডিগ্রি তাপমাত্রাতেও তিনি হেঁটে চলেছেন। হেঁটে চলেছেন সচেতনতার বার্তা নিয়ে। সুদূর কর্ণাটক থেকে তিনি এসেছেন পায়ে হেঁটেই। আর হেঁটে হেঁটেই পৌঁছে দিচ্ছেন পরিবেশ সচেতনার ও যোগার প্রয়োজনীয়তার বার্তা। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্রিশগড়, ওড়িশা পেরিয়ে এখন তিনি পশ্চিমবাংলার হুগলিতে।
নাম কৃষ্ণনায়ার, বয়স ২৯। লক্ষ্য তাঁর পায়ে হেঁটে ভারত ভ্রমণ। কর্ণাটকের মহিষুর নিবাসী কৃষ্ণনায়ের দু'বছরের মধ্যে ২৮টি রাজ্য পায়ে হেঁটে অতিক্রম করার লক্ষ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই ২৮টি রাজ্যের মধ্যে ৮টি রাজ্য অতিক্রম করেছেন। এখন তিনি বাংলার হুগলিতে। শনিবার হুগলি ছেড়ে রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশে। তবে যাওয়ার আগে জেলার ছোট ছোট ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর অভিজ্ঞতা।
আরও পড়ুন: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আরও দীর্ঘ অপেক্ষা আন্দোলনকারীদের! কবে আবার শুনানি?
সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি। এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে পায়ে হেঁটে যাত্রার বিভিন্ন বিষয নিয়ে আলোচনাও করেন। স্কুলের পক্ষ থেকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
আরও পড়ুন: শুরু হল ট্রায়াল রান, এবার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যাওয়া যাবে পুরী!
কৃষ্ণ বলেন, জীবনে যোগাসনের প্রয়োজনীয়তা ও পরিবেশ সচেতনতা বার্তা নিয়ে তিনি হেঁটে চলেছেন। হুগলিতে তিনি এখন দিনে ৩০ কিলোমিটারের বেশি হাঁটতে পারছেন না গরমের কারণে। তবে তাঁর লক্ষ্য তিনি পূরণ করতে উদ্যত।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly news, Yoga