Hooghly News: সুদূর কর্ণাটক থেকে পায়ে হেঁটে হুগলিতে ‌যুবক, কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:

Hooghly News: ৪২ ডিগ্রি তাপমাত্রাতেও তিনি হেঁটে চলেছেন। সুদূর কর্ণাটক থেকে তিনি এসেছেন হুগলি।

+
হেঁটে

হেঁটে ভারতভ্রমণে যুবক

হুগলি: তীব্র দাবদাহে ৪২ ডিগ্রি তাপমাত্রাতেও তিনি হেঁটে চলেছেন। হেঁটে চলেছেন সচেতনতার বার্তা নিয়ে। সুদূর কর্ণাটক থেকে তিনি এসেছেন পায়ে হেঁটেই। আর হেঁটে হেঁটেই পৌঁছে দিচ্ছেন পরিবেশ সচেতনার ও যোগার প্রয়োজনীয়তার বার্তা। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্রিশগড়, ওড়িশা পেরিয়ে এখন তিনি পশ্চিমবাংলার হুগলিতে।
নাম কৃষ্ণনায়ার, বয়স ২৯। লক্ষ্য তাঁর পায়ে হেঁটে ভারত ভ্রমণ। কর্ণাটকের মহিষুর নিবাসী কৃষ্ণনায়ের দু'বছরের মধ্যে ২৮টি রাজ্য পায়ে হেঁটে অতিক্রম করার লক্ষ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই ২৮টি রাজ্যের মধ্যে ৮টি রাজ্য অতিক্রম করেছেন। এখন তিনি বাংলার হুগলিতে। শনিবার হুগলি ছেড়ে রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশে। তবে যাওয়ার আগে জেলার ছোট ছোট ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর অভিজ্ঞতা।
advertisement
advertisement
সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি। এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে পায়ে হেঁটে যাত্রার বিভিন্ন বিষয নিয়ে আলোচনাও করেন। স্কুলের পক্ষ থেকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
advertisement
আরও পড়ুন: শুরু হল ট্রায়াল রান, এবার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যাওয়া যাবে পুরী!
কৃষ্ণ বলেন, জীবনে যোগাসনের প্রয়োজনীয়তা ও পরিবেশ সচেতনতা বার্তা নিয়ে তিনি হেঁটে চলেছেন। হুগলিতে তিনি এখন দিনে ৩০ কিলোমিটারের বেশি হাঁটতে পারছেন না গরমের কারণে। তবে তাঁর লক্ষ্য তিনি পূরণ করতে উদ্যত।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সুদূর কর্ণাটক থেকে পায়ে হেঁটে হুগলিতে ‌যুবক, কারণ জানলে চমকে যাবেন!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement