Hooghly News: সিঙ্গুর আন্দোলনের সেই পতাকা আজও কাঁধে বয়ে বেড়াচ্ছেন কাশীনাথ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নাম তাঁর কাশীনাথ মান্না। সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন
lহুগলি: সিঙ্গুরের রতনপুরে মুখ্যমন্ত্রী এসেছেন রাস্তার প্রকল্প উদ্বোধন করতে। নিজেদের নেত্রীকে দেখেতে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সমর্থকরা একে একে জমায়েত করতে শুরু করেন সিঙ্গুরের রতনপুরের সভা মঞ্চে।
এদিন, মুখ্যমন্ত্রীর এক ভক্তের দেখা মিলল সভাস্থলের ঠিক বাইরে। নাম তাঁর কাশীনাথ মান্না। সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। সিঙ্গুর আন্দোলনে কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। মুখ্যমন্ত্রী যখন আবর সিঙ্গুরের আসছেন, তখন ফের দলের কর্মী হিসেবে এগিয়ে এসেছেন কাশীনাথ। হাতে লম্বা বাঁশের উপরে বিশাল পতাকা, এসেছিলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শরিক হতে।
advertisement
কাশীনাথ মান্না বলেন, মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে সর্বদা কাজ করেন। সিঙ্গুর আন্দোলন থেকেই তিনি বড় পতাকা নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে শরিক হয়েছিলেন কাজে। সেই পতাকা আজও বয়ে বেড়াচ্ছেন কাঁধে করে। আমি আশাবাদী নতুন করে আবারও উন্নয়ন হবে সিঙ্গুরের।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 6:32 PM IST