Hooghly News : গঙ্গার পাড়ে ভয়াবহ ভাঙন! কোথায় জানেন? আতঙ্কিত স্থানীয়রা
- Published by:Sayani Rana
- hyperlocal
Last Updated:
ভদ্রেশ্বরে কয়লা ডিপো অঞ্চলে ভয়াবহ নদী পাড়ে ভাঙন। নদী ভাঙনের জেরে তলিয়ে গেছে নদীর গর্ভে বেশ কয়েকটি গাছ সহ মাঠের এক বড় অংশ। গঙ্গার পাশেই রয়েছে বেশ কয়েকটি কলকারখানা ও জনবহুল বস্তি। ভাঙ্গনের জেরে আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা।
হুগলি: ভদ্রেশ্বরে কয়লা ডিপো অঞ্চলে ভয়াবহ নদী পাড়ে ভাঙন। নদী ভাঙনের জেরে তলিয়ে গেছে নদীর গর্ভে বেশ কয়েকটি গাছ সহ মাঠের এক বড় অংশ। গঙ্গার পাশেই রয়েছে বেশ কয়েকটি কলকারখানা ও জনবহুল বস্তি। ভাঙ্গনের জেরে আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি প্রশাসন একটু নজর দিক, না হলে যে কোনও দিন নদীগর্ভে তলিয়ে যাবে তাদের ঘরবাড়ি।
গঙ্গার পাড় বরাবর রয়েছে একটি রেল লাইন, সেই রেললাইন ধরেই স্থানীয় কলকারখানার কাঁচামাল সরবরাহ হয় মাল গাড়ি মারফত। গঙ্গা নদীর পাড় ভাঙতে ভাঙতে একেবারে ওই লাইনের কাছে চলে এসেছে কিছু কিছু জায়গায়। নদী ভাঙন নিয়ে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ না করলে যে কোন দিন নদীগর্ভে তলিয়ে যেতে পারে সেই রেললাইনও। আতঙ্কে দিন গুণছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, যে হারে নদীর পাড় ভাঙতে শুরু করেছে তার পর্যাপ্ত ব্যবস্থা না নিলে কিছুদিনের মধ্যেই বস্তিবাসীর বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাবে। নদী পাড় ভাঙার পর প্রশাসনের লোকেরা এসেছিলেন দেখে গেছেন তবে এখনো পর্যন্ত কোন কাজ শুরু হয়নি। অবিলম্বে যাতে সেদিকে নজর দিক, প্রশাসন এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।
advertisement
এ বিষয়ে চাঁপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র বলেন, একাধিক অঞ্চলে গঙ্গার ঘাটে ভাঙনের ফলে বিপদজনক অবস্থায় রয়েছে। এমনকি ওই অঞ্চলের বেশ কিছু জায়গা যেখানে গঙ্গা এবং জি টি রোড একদম পাশাপাশি রয়েছে সেই সমস্ত অঞ্চলেও ভাঙন ধরছে। একা রাজ্য সরকারের টাকায় এই সমস্ত কাজ করা সম্ভব নয় যদি কেন্দ্রীয় সরকার সহযোগিতা করে তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 5:07 PM IST