Hooghly News: বাসিন্দাদের সঙ্গেই সরব পঞ্চায়েত প্রধানও! কী এমন হল আরামবাগের ঘোষপুরে? জানুন

Last Updated:

ভোটের আগে ২০২০ সালে পানীয় জলের জন্য পিএইচইর উদ্বোধন হলেও ঘোষপুর অঞ্চলের বাবলাতলা এলাকার মানুষে বাড়িতে এখনও পযন্ত পানীয় জল পৌঁছায়নি৷

+
বাসিন্দাদের

বাসিন্দাদের সঙ্গেই সরব পঞ্চায়েত প্রধানও! কী এমন হল আরামবাগের ঘোষপুরে? জানুন

খানাকুল: ২০২১ সালে বিধানসভা ভোটের সময় প্রতিশ্রুতি ছিল বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সেই মতো ভোটের আগে ২০২০ সালে পানীয় জলের জন্য পিএইচইর উদ্বোধন হলেও ঘোষপুর অঞ্চলের বাবলাতলা এলাকার মানুষে বাড়িতে এখনও পযন্ত পানীয় জল পৌঁছাল না। এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন খোদ স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ হায়দার আলি।
তাঁর অভিযোগ উদ্বোধন হওয়ার পরেও প্রায় সাড়ে তিন বছর অতিক্রম করেছে, কিন্তু আরামবাগ মহকুমা পিএইচই দফতরের গাফিলতির জন্যই সাধারণ মানুষ জল পাচ্ছে না। পানীয় জল না পাওয়ায় ব্যাপক সমস্যায় রয়েছেন ঘোষপুর অঞ্চলের মিদ্দা পাড়ার মানুষ।
advertisement
তাদের দাবি পানীয় জলের জন্য পিএইচইর উদ্বোধন হলো। তারপর থেকে একেবারে ধীর গতিতে কাজ হচ্ছে। এলাকার মানুষ জল পাচ্ছে না অথচ সংশ্লিষ্ট দফতর শীত ঘুমে আছে। ঢিমে তালে শম্বুক গতিতে কাজ হচ্ছে পিএইচইর। সামান্য রিজার্ভের ভিতের কাজ করতেই প্রায় তিন বছর লেগে গেল। গ্রামের ভিতর পাইপ লাইনের কাজ তো শুরুই হয়নি।
advertisement
অন্যদিকে পঞ্চায়েত প্রধান জানান, দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হতে গেল কিন্তু সাধারণ মানুষ জল পরিষেবা পাচ্ছে না। সংশ্লিষ্ট দফতরে অভি‌যোগ জানানো হয়েছে বারংবার। অভি‌যোগ জানানোয় কাজ শুরু হয়ে কদিন পরেই তা বন্ধ হয়ে ‌যায়। তবে, গ্রামের সাধারণ মানুষ এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন বাসিন্দারা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাসিন্দাদের সঙ্গেই সরব পঞ্চায়েত প্রধানও! কী এমন হল আরামবাগের ঘোষপুরে? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement