Hooghly News: হু হু করে ঢুকতে পারে বন্যার জল, ঘর ছাড়ার আশঙ্কায় দিন গুনছে এই গ্রামের বাসিন্দারা

Last Updated:

বন্যা হওয়ার কারণে বাড়িঘর ভেঙে যায় এবং গবাদি পশু মারা গেছে। হুগলির গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের কোটা এলাকার বাসিন্দারা বন্যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলি।

+
title=

গোঘাট, হুগলি: উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে সেভাবে বর্ষার দেখা নেই। প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। কিন্তু ভারী বৃষ্টিতে বন্যা হওয়ার আগেই আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। হুগলির গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের কোটা এলাকার বাসিন্দারা বন্যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলি। জানা যায়, প্রতিবছরই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এলাকা জুড়ে বন্যা হয়ে যায়। এমনকি বেশি বৃষ্টিপাতের জেরে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র উঁচু জায়গায় চলে যেতে হয়। যদিও এখনো পর্যন্ত সেভাবে বর্ষার না দেখা গেলেও তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় এলাকার মানুষজন।
উল্লেখ্য, কোটা, নকুণ্ডা, সাওড়াসহ বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত এলাকা। প্রতিবছরই ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা হয়। এরফলে চরম সমস্যার সম্মুখীন পড়তে হয়। এমনকি গত বছর হুগলির ওই  এলাকাগুলি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরিবার গুলি। ফলত ধানের জমি থেকে ঘরবাড়ি বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ হয়। এমনকি অনেক গবাদি পশু মারা পর্যন্ত যায়। তাই বর্ষা চলে আসায় দুশ্চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ আবগারি দফতরের অভিযানে ৪৪০ লিটার মদ নষ্ট!
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা চলে আশায় আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে পরিবার গুলিকে। বৃষ্টির দেখা সেভাবে এ বছর না হলেও দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন হুগলির  এই গ্রামের সাধারণ মানুষ। বন্যা হওয়ার আশঙ্কায় আগেভাগে বাড়িঘর ছেড়ে কয়েকটা দিন স্কুলে বা আত্মীয় বাড়ি চলে যেতে হয়।
advertisement
advertisement
অন্যদিকে গ্রামের আর এক ব্যক্তি জানিয়েছেন, বর্ষার সময় চাষের ধান রোপন করলে ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষতি হয়। বন্যা হওয়ার কারণে বাড়িঘর ভেঙে যায় এবং গবাদি পশু মারা গেছে। গ্রামের কোন মানুষের পর্যন্ত হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই বর্ষা চলে আশায় কোটা এলাকার বাসিন্দারা কি করবেন, তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হু হু করে ঢুকতে পারে বন্যার জল, ঘর ছাড়ার আশঙ্কায় দিন গুনছে এই গ্রামের বাসিন্দারা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement