Hooghly News: আবগারি দফতরের অভিযানে ৪৪০ লিটার মদ নষ্ট!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
গ্রামবাসীদের থেকে অভিযোগ পেয়ে হুগলির আরামবাগে আবগারি দফতর ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ নষ্ট করল
হুগলি: দীর্ঘদিন চোলাই মদের ভাটি তৈরি করে বেআইনি ব্যবসা চলছিল গ্রামে। গ্রামবাসীরা বারবার বারণ করলেও কথা শোনেনি। ফলে ক্ষোভ বাড়ছিল মানুষের। এরই প্রতিকার চেয়ে গোপনে আবগারি দফতরে খবর দেয় বাসিন্দারা। তারপরই অতর্কিত অভিযান চালিয়ে চোলাই সহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম নষ্ট করল আবগারি দফতরের কর্মীরা ও আরামবাগ থানার পুলিশ।
বিপুল পরিমাণ চোলাই নষ্টের এই ঘটনাটি ঘটেছে বুধবার। হুগলির আরামবাগের গৌরহাটির বারোয়ারি এলাকায়। অতর্কিতে অভিযান চালিয়ে আবগারি দফতর ও পুলিশের যৌথ বাহিনী ভাটিখানা ভেঙে দেয়। এদিন প্রায় ৪০ লিটার চোলাই ও ৪০০ লিটার মদ তৈরির সরঞ্জাম নষ্ট করেন আধিকারিকরা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, অনেকদিন ধরে এলাকায় বেআইনিভাবে মদ তৈরি হচ্ছিল। সন্ধের পর থেকেই মদের কটু গন্ধে অতিষ্ট হয়ে উঠতেন তাঁরা। এই ভাটিখানায় যারা মদ খেতে আসত তারা গ্রামবাসীদের গালিগালাজ করত বলেও অভিযোগ। একপ্রকার বাধ্য হয়ে আরামবাগ থানায় খবর দেয় গ্রামের মানুষ। পুলিশের ভূমিকায় খুশি গ্রামবাসীরা। বেআইনি মদের কারবার করলে আগামী দিনেও এমন অভিযান চলবে বলে জানিয়েছেন আবগারি দফতরের আইসি সুবিমল ভট্টাচার্য।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 6:51 PM IST