Hooghly News: পুরুষদের খাতায় নাম উঠছে মহিলার! বারবার নির্বাচনী দফতরের ভুলে বিড়ম্বনা শিক্ষিকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Hooghly News: একজন মহিলা কীভাবে বার বার পুরুষ হিসাবে পুরুষ বিভাগে স্থান পাচ্ছেন? কার গাফিলতির ফল ২০১৯ সাল থেকে ভুগতে হচ্ছে ওই শিক্ষিকাকে?
হুগলি: জলজ্যান্ত মহিলা শিক্ষিকা হয়ে গেলেন পুরুষ! এক আধ বার নয়, নির্বাচন এলেই এভাবেই প্রশাসনের গাফিলতির শিকার হয়ে বার বার পুরুষ বিভাগে ভোটের কাজ করতে বাধ্য হতে হচ্ছে হুগলির পুরশুড়ার রসুলপুর বিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গৌরী মাঝিকে। অভিযোগ, প্রশাসনের বিভিন্ন দফতরে বার বার বিষয়টি নিয়ে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি।
একজন মহিলা কীভাবে বার বার পুরুষ হিসাবে পুরুষ বিভাগে স্থান পাচ্ছেন? কার গাফিলতির ফল ২০১৯ সাল থেকে ভুগতে হচ্ছে ওই শিক্ষিকাকে? তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই আবারও দুশ্চিন্তায় ওই শিক্ষিকা। বিষয়টি নিয়ে স্থানীয় স্কুল পরিদর্শক, হুগলি জেলা শাসক, মহকুমা শাসকের পর পুরশুড়া বিডিও-র দ্বারস্থ হয়েছেন তিনি।
advertisement
advertisement
এই বিষয়ে শিক্ষিকা গৌরী মাঝি বলেন, "মহিলা হয়েও নির্বাচনের সময়ে বারবার পুরুষদের সঙ্গে কাজ করতে হচ্ছে।" যার ফলে অন্য শিক্ষিকাদের বাড়ির কাছে ডিউটি পড়লেও তাঁর ডিউটি অনেক দূরে পড়ে। যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। এভাবেই তিন বছর ধরে চলছে সমস্যা।
advertisement
নিছক ভুলবশত তাঁর নাম পুরুষ বিভাগে পড়ে যাওয়ার ফলেই এই বিড়ম্বনা।
ব্যাপারটি সামনে আসতেই চরম অস্বস্তিতে পুরশুড়া ব্লক প্রশাসন। কেন বারবার একজন মহিলাকে পুরুষ দেখিয়ে ভোটের কাজে নিযুক্ত করা হচ্ছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পুরশুড়া বিডিও থেকে প্রশাসনিক আধিকারিক সকলেই।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 1:10 PM IST