Bankura News: মুষলধারে বৃষ্টি! হাসি ফুটল চাষিদের মুখে, কিন্তু কালবৈশাখীতে সব ভেস্তে যাবে কি

Last Updated:

Bankura News: এই জেলায় বৃষ্টির গুরুত্ব অপরিসীম। বৃষ্টির সঙ্গে নির্ভর করছে বহু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ফসল হওয়ার জন্য পর্যাপ্ত জল, ভৌম জলের স্তরের উচ্চতা, আমের ফলন ইত্যাদি।

+
বাঁকুড়ার

বাঁকুড়ার বৃষ্টি

বাঁকুড়া: এ বছরের প্রথম বৃষ্টি বাঁকুড়া জেলায়। গতকাল, শুক্রবার বিকেল থেকেই সামান্য পরিবর্তিত হয়েছিল আবহাওয়া। তবে বেশ কয়েক মাস ধরে জমে থাকা রুক্ষতার বহিঃপ্রকাশ হল শুক্রবার সন্ধ্যেবেলার মুষলধারে বৃষ্টি দিয়ে। প্রায় চার থেকে পাঁচ মাস পর বৃষ্টির মুখ দেখল বাঁকুড়া জেলা।
এই জেলায় বৃষ্টির গুরুত্ব অপরিসীম। বৃষ্টির সঙ্গে নির্ভর করছে বহু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ফসল হওয়ার জন্য পর্যাপ্ত জল, ভৌম জলের স্তরের উচ্চতা, আমের ফলন ইত্যাদি। শুক্রবার রাতে ৮টা নাগাদ আচমকা বৃষ্টি নামে এবং সেই বৃষ্টির সঙ্গেই যেন স্বস্তির নিশ্বাস ফেলল বাঁকুড়ার কৃষক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
advertisement
advertisement
বিগত বেশ কয়েকমাস ধরে এক ফোঁটাও বৃষ্টির মুখ দেখেনি বাঁকুড়া জেলা। সমগ্র জেলার ভৌম জলস্তর নেমে যায় অনেকটা। অধিকাংশ জায়গাতেই পাম্প বসাতে গিয়ে ব্যর্থ হতে হয়েছে অনেককেই। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল বাঁকুড়ার মাটি। চাষের জল যোগান দিতে হিমশিম খেতে হয়েছে সরকারি দফতরগুলিকে।
advertisement
অপরদিকে চাষাবাদের এবং আম ফলনের জন্য প্রয়োজন ছিল বৃষ্টিপাতের। সেই বৃষ্টির সূচনা হল বাঁকুড়া জেলায়। তাহলে কি অবশেষে রেহাই পেল বাঁকুড়া জেলা? এই বৃষ্টি বাঁকুড়া জেলার আম ফলনের জন্য আশীর্বাদ, এমনটাই বলছেন জেলা উদ্যানপালন দফতরের ফিল্ড অফিসার সঞ্জয় সেনগুপ্ত। এ বিষয়ে তিনি আরও জানান, শুধুমাত্র আম নয়, মুসাম্বি লেবুর মতো যেসব ফল চাষ করতে জলের প্রয়োজন হয় সেইসব ফলনের জন্য এই বৃষ্টির গুরুত্ব অপরিসীম। তবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা তো থেকেই যাচ্ছে। তাই আম ফলনের ভবিষ্যৎ কী, সেটা এখনও স্পষ্ট করে বলা সম্ভব নয়। তবে আকস্মিক এই বৃষ্টিতে মুখে হাসি ফুটেছে বাঁকুড়ার মানুষের। ঠিক যেন শীতল জলবিন্দুর রূপ নিয়ে ঝর্ণা ধারায় ঝরেছে আশা। আর সেই আশাতেই বুক বেঁধে রয়েছেন কৃষকরা।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: মুষলধারে বৃষ্টি! হাসি ফুটল চাষিদের মুখে, কিন্তু কালবৈশাখীতে সব ভেস্তে যাবে কি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement