Hooghly News: বর্ষায় কাঁচা মাটির রাস্তা যেন মরণ ফাঁদ! কবে মিলবে সুরাহা? প্রশ্ন স্থানীয়দের

Last Updated:

মাটির কাঁচা রাস্তা এই বর্ষাকালে যেন মরণ ফাঁদ, ব্যাপক ভোগান্তিতে গ্রামবাসীরা

+
title=

হুগলি: কানাইপুর গ্রাম পঞ্চায়েতের ন’পাড়া এলাকার মানুষজনকে হাঁটতে হয় কাঁচা মাটির রাস্তা দিয়ে। বর্ষার সময় দুর্ভোগ আরও চরমে পৌঁছয়। কাঁচা মাটির রাস্তা হওয়ায় বর্ষার সময় দুর্ঘটনা লেগেই থাকে। বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লে বিশেষ করে প্রসূতি মহিলাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় না। রাস্তার হাল এতটাই খারাপ সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না। এই ভাবেই দিন কাটাচ্ছেন ন’পাড়া এলাকার বেশ কিছু পরিবারের।
স্থানীয় সূত্রে খবর, ন’পাড়ার ওই এলাকাটি কানাইপুর পঞ্চায়েতের একদম শেষে অবস্থিত। তারপর থেকেই শুরু হচ্ছে বামনারী পঞ্চায়েত। পার্শ্ববর্তী পঞ্চায়েতে যাওয়ার জন্য মানুষজন ওই রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু বর্ষার সময় রাস্তা কার্যত বিপদের ফাঁদ তৈরি করেছে। কাঁচা মাটির রাস্তার জন্য চটি পড়ে হাঁটতে ভয় হয়, এই বুঝি স্লিপ কেটে আছাড় খেতে হবে। তাই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে চটি খুলে খালি পায়ে হাঁটতে হয়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কাছে এই বিষয়ে বারবার জানানো হয়েছে। এর জন্য প্রশাসনের তরফ থেকে এতোদিন শুধুই আশ্বাস পাওয়া গিয়েছে। কবে এই সমস্যারি সমাধান হবে তার দিকেই তাকিয়ে বসে আছে এলাকার মানুষ। এই বিষয়ে কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন, কানাইপুর পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হয়েছে। এলাকার সমস্ত উন্নয়নের জন্য তাঁরা সর্বদা প্রস্তুত। বিষয়টি তাঁদের নজরে এসেছে। খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এদিকে বিজেপির দাবি, পঞ্চায়েত ভোট আগে করার কথা ছিল, কিন্তু কাজ হয়নি। কতদিনে সমস্যার সমাধান হবে জানা নেই। বিজেপি রাস্তায় দাঁড়িয়ে এর বিরুদ্ধে লড়বে বলে জানান তাঁরা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বর্ষায় কাঁচা মাটির রাস্তা যেন মরণ ফাঁদ! কবে মিলবে সুরাহা? প্রশ্ন স্থানীয়দের
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement