Purulia News: পুরুলিয়ার চার শিক্ষক পেলেন শিক্ষারত্ন, দেখুন তাঁদের প্রতিক্রিয়া
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
শিক্ষারত্ন সম্মান পেলেন পুরুলিয়ার চার শিক্ষক। এই বিশেষ সম্মান পেয়ে তাঁরা কী বললেন দেখুন
পুরুলিয়া: শিক্ষকদের সম্মানিত করতে শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের পক্ষ থেকে ‘শিক্ষারত্ন’ পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালে রাজ্যের মোট ৬১ জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া জেলার চারজন শিক্ষক আছেন।
এই বছর পুরুলিয়ার যে চার শিক্ষক শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছেন তাঁরা হলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অঙ্কের শিক্ষক দেবাশিস মণ্ডল, কেশরগড় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শান্তনু চক্রবর্তী, সিধু-কানু-বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুব্রত কুমার দে, আড়সা কলেজের অধ্যক্ষ বিদ্যাপতি কুমার। এই সম্মান পেয়ে আপ্লুত তাঁরা সকলেই।
advertisement
advertisement
শিক্ষারত্ন সম্মান প্রাপক পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক দেবাশিস মণ্ডল বলেন, এই সম্মান পেয়ে তাঁর ভীষণই ভাল লাগছে। কোনও কাজের জন্য সম্মান বা স্বীকৃতি মানুষকে অনেকখানি তৃপ্তি দেয়। আগামী দিনে কাজের প্রতি দায়িত্ববোধ আরও অনেকখানি বাড়িয়ে দেয় এই স্বীকৃতি। পরবর্তী দিনে আরও ভালভাবে কাজ করতে হবে।
এই বিষয়ে কেশরগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু চক্রবর্তী বলেন, শিক্ষা দফতরের পক্ষ থেকে এই সম্মানের জন্য তাঁকে বিবেচিত করায় তিনি ভীষণ গর্ববোধ করছেন। অতীতের কোনও ভাল কাজের জন্যই তাঁকে এ সম্মান প্রদান করা হয়েছে বলে মনে করেন তিনি। আগামী দিনে শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য শিক্ষক হয়ে ওঠার কথা বলেন তিনি।
advertisement
রাজ্য সরকারের তত্ত্বাবধানে ও পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পুরুলিয়া শহরের সার্কিট হাউসে শিক্ষারত্ন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়। এরই পাশাপাশি এই দিন ২৬ জন ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয় ও ৯ জন ছাত্র-ছাত্রীর হাতে দশ হাজার টাকার চেক দেওয়া হয় ট্যাব কেনার জন্য।
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 4:55 PM IST