Hooghly News: বাংলায় দাবার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দিব্যেন্দু বড়ুয়া, কী বলছেন গ্র্যান্ড মাস্টার
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Hooghly News: দাবা খেলাকে জেলা স্তরে নিয়ে যেতে পারলে, সেখানকার নতুন প্রতিভারা সুযোগ পাবে।
হুগলি: সারা বাংলা দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল হুগলির হিন্দমোটরে l দুই দিন ধরে চললে সেই প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে প্রায় দু'শোর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। এই দাবা প্রতিযোগিতার বিজয়ী জাতীয় স্তরের দাবায় বাংলার প্রতিনিধিত্ব করবেন। রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় বিজয়ী ১১ বছরের নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দাবায় বাংলার প্রথম এবং দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বরুয়া।
দাবা খেলার প্রচলন জেলা স্তরে যত বাড়বে, সেখান থেকে তত বেশি প্রতিভা উঠে আসবে দেশের জন্য। তাই প্রথমবার রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে জেলাতে। এত দিন সমস্ত রাজ্যস্তরের খেলা হত কলকাতাকেন্দ্রিক। এই প্রথম জেলাতে খেলার সুযোগ গড়ে ওঠায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট থেকে বড় দাবারুরা নিজেদের প্রতিভাকে প্রকাশ্যে আনার সুযোগ পাবেন।
advertisement
হুগলির হিন্দমোটরের চেস লাভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনেন স্মৃতিভবনে দুই দিন ব্যাপী যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেখানে নানা জায়গা থেকে মোট ২০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
এই দাবা প্রতিযোগিতার বিষয়ে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বরুয়া জানান, দক্ষিণ ভারত বরাবরই দাবার খেলোয়াড় তৈরির আঁতুড় ঘর। কারণ দক্ষিণ ভারতের নানা জেলায় এই খেলার প্রচলন আছে। তিনি মনে করছেন, বাংলাও সেই একই পথে হাঁটতে শুরু করেছে। দাবা খেলাকে জেলা স্তরে নিয়ে যেতে পারলে, সেখানকার নতুন প্রতিভারা সুযোগ পাবে। তিনি আশাবাদী, এই ধরনের প্রতিযোগিতা যত বাড়বে, ততই বাংলার দাবার জন্য সুদিন এগিয়ে আসবে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 4:31 PM IST