Hooghly News: ৭ বছরের ভাইয়ের ভরসায় ছেলেকে পুকুরে স্নান করতে ছেড়েছিলেন দিদি! সেই ভুলের বড় মাশুল দিল পরিবার

Last Updated:

ভাগ্নে অঙ্কিতকে নিয়ে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। সেখানেই কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় দু'জনে।

হুগলি: সাত বছরের ভাইয়ের ভরসায় নিজের একরত্তি ছেলেকে পুকুরে স্নান করতে ছেড়েছিলেন দিদি। পুঁচকে মামার সঙ্গে খুশি মনে বাড়ির পাশের পুকুরের স্নান করতে নেমেছিল আর‌ও ছোট অঙ্কিত রুইদাস। তাদের বাড়িতেই ঘুরতে এসেছিল মামা সুরজিৎ রুইদাস। কিন্তু এর পরের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দুই খুদে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর বাড়ির লোকেদের নজরে আসে বিষয়টি। এরপর প্রতিবেশীদের সাহায্যে বেশ কিছুক্ষণ পুকুরে খোঁজাখুঁচির পর উদ্ধার হয় দুই শিশুর দেহ। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাত বছরের মামা সুরজিৎ রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভাগ্নে অঙ্কিত রুইদাস।
মর্মান্তিক এই ঘটনাটি হুগলির গোঘাট-২ ব্লকের গোঠাই গ্রামের। মৃত সুরজিতের বাড়ি আনুর এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালেই সে গোঠাই গ্রামে দিদির বাড়িতে ঘুরতে আসে। বেলা হলে ভাগ্নে অঙ্কিতকে নিয়ে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। সেখানেই কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় দু’জনে। দুই শিশু দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের সদস্যদের টনক নড়ে। এরপর প্রতিবেশীদের নিয়ে পুকুর তোলপাড় করে তাদের সন্ধান শুরু হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তড়িঘড়ি তাদের আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন। অঙ্কিতের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনায় ভাষা হারিয়েছেন পরিবারের সদস্যরা। শোকে মুহ্যমান প্রতিবেশীরাও।
advertisement
advertisement
উল্লেখ্য, বছরখানেক আগে হরিণখোলার মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল পাঁচ শিশু। সেই ঘটনার স্মৃতি এখনও আরামবাগ মহকুমাজুড়ে দগদগে হয়ে আছে মানুষের মনে। তার‌ই মধ্যে এদিন আবার আরামবাগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ৭ বছরের ভাইয়ের ভরসায় ছেলেকে পুকুরে স্নান করতে ছেড়েছিলেন দিদি! সেই ভুলের বড় মাশুল দিল পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement