Buddha Purnima- জানেন কী, ১৪ তম দলাই লামার হাতে উদ্বোধন হয়েছিল আরামবাগের এই প্রাচীন বৌদ্ধ মন্দিরটি..
- Published by:Samarpita Banerjee
Last Updated:
আরামবাগের পুড়শুড়ায় রয়েছে হুগলির প্রাচীনতম বৌদ্ধ মন্দির। পুড়শুড়ার দেউলপাড়া অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি বয়স প্রায় ১৩৭ বছরেরও বেশি
#হুগলি: আরামবাগের পুড়শুড়ায় রয়েছে হুগলির প্রাচীনতম বৌদ্ধ মন্দির। পুড়শুড়ার দেউলপাড়া অঞ্চলে অবস্থিত এই মন্দিরটির বয়স প্রায় ১৩৭ বছরেরও বেশি। তৎকালীন স্থানীয় এক সমাজসেবী তারকনাথ বাইরি তাঁর নিজের প্রচেষ্টায় এই 'ত্রিরত্ন সংঘ বৌদ্ধ বিহার' মন্দির স্থাপন করেন। এই মন্দিরের ইতিহাস জানা যায় মন্দিরের ফলক দেখে। মন্দিরের ফলকে উল্লেখ করা হয়েছে ১৯৮৫ সালের ৮ ফেব্রুয়ারি এই মন্দিরটি স্থাপনা করা হয়। মন্দিরটি স্থাপনের দিন এটি উদ্বোধন করেন স্বয়ং তিব্বতি সন্ন্যাসী প্রধান ১৪ তম দলাই লামা।
সোমবার ভগবান বুদ্ধের ২০৬৫ তম জন্ম দিবস। এই দিন গোটা বিশ্বব্যাপী বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। তার ব্যতিক্রম হয়নি এই বৌদ্ধ বিহার মন্দিরেও। বুদ্ধ পূর্ণিমার দিন সকাল থেকেই বৌদ্ধ বিহারটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের আনাগোনা লক্ষ্য করা যায়। তথাকথিত শান্ত নিরিবিলি বৌদ্ধ বিহারটি আজ উৎসব মুখর হয়ে ওঠে।
advertisement
advertisement
আরামবাগের একদম গ্রাম্য শান্ত পরিবেশে গাছগাছালিতে ঘেরা ত্রিরত্ন বৌদ্ধ বিহার মন্দির। মন্দিরের ভিতরে প্রশস্ত উপসনা কক্ষ। বেদির উপরে শান্ত সমাহিত শ্বেতপাথরের বুদ্ধ মূর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বুদ্ধ মূর্তিটি বিদেশ থেকে আনা হয়েছিল।
advertisement
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রতিষ্ঠাতা তারকনাথ বাইরির পরিবারের লোকজন উপস্থিত ছিলেন সোমবার। তাদের পরিবারের পুত্রবধূ প্রমিলা বাইরি বলেন, এই মন্দির তাঁর শ্বশুরের প্রতিষ্ঠা করা। এই দিনটি বুদ্ধ জয়ন্তী হিসেবে পালন করতে তাঁরা প্রতিবছর এখানে আসেন৷
advertisement
কথিত আছে, সস্ত্রীক উত্তর ভারত ভ্রমণে বেরিয়ে এক বুদ্ধ মন্দির দেখে তাঁর শ্বশুরমশাই এই মন্দিরটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন এবং পুড়শুড়ায় নিজ বাসভবনে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি আরও জানান, এই বৌদ্ধ মন্দির উদ্বোধন করতে সেই সময় তিব্বত থেকে ১৪ তম দলাই লামা এসেছিলেন তাঁর শ্বশুরবাড়িতে।
Rahi Haldar
view commentsLocation :
First Published :
May 17, 2022 12:10 PM IST