Hooghly News: মালসা ভোগ লুঠ করতে আসে শতাধিক মানুষ! উল্টোরথের আগে এই প্রথাই চলে আসছে হুগলিতে
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
Hooghly News: হুগলির প্রাচীন এই জনপদে উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। শতাধিক মানুষ একসঙ্গে এই মন্দির থেকে ঠাকুরের মালসা ভোগ লুট করতে আসে।
হুগলি: রীতি মেনে ভান্ডার লুট উৎসবে মাতল গুপ্তিপাড়া। হুগলির প্রাচীন এই জনপদে উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। শতাধিক মানুষ একসঙ্গে এই মন্দির থেকে ঠাকুরের মালসা ভোগ লুট করতে আসে। এবং যে যত বেশি ভোগ লুট করতে পারে, তার মানও হয় তত উপরে।
পুরাণ মতে, স্নান যাত্রার পরেই প্রভু জগন্নাথের ধুম জ্বর আসে। লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগতের নাথ। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারে তাঁর। মুখের স্বাদ বদল করতে রথে চেপে মাসির বাড়ি যান। বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে ভক্তদের সঙ্গে লীলায় মেতে ওঠেন।
জগন্নাথ মালপোয়া, ক্ষীর, মন্ডা-মিঠাই, তাঁর প্রিয় খাবার পেয়ে আর ভক্তদের নিয়ে মজে থাকায় বৃন্দাবন ফিরে যাচ্ছেন না। লক্ষ্মী এসেও জগন্নাথকে নিয়ে যেতে ব্যর্থ হলেন। সেই কথা শুনে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে নালিশ করলেন। জগন্নাথকে পেটে মারতে হবে। অর্থাৎ তার খাবার যোগ বন্ধ করতে হবে। লেঠেল নিয়ে মাসির বাড়িতে গিয়ে দরজা ভেঙে খাবার লুট করা হয়। মালসায় ভরা নানা ধরনের খাবার লুট করে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। খাবার না পেয়ে পরদিন মাসির বাড়ি থেকে উল্টো রথে ঘরে ফেরেন জগন্নাথ। সেই রীতি আজও আছে। আর তা পালিত হয় গুপ্তিপাড়াতে।
advertisement
advertisement
রীতি অনুযায়ী ঘোষেদের ছেলেরা এই ভান্ডার লুট করতে আসে। ভান্ডার লুট দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয় গুপ্তি পাড়ায়।শু ধু হুগলি নয়, নদীয়া, বর্ধামান-সহ অন্যান্য জেলা থেকেও মানুষ আসেন।র থের দিন যে মেলা শুরু হয়, তা চলে একমাস ধরে।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 8:57 PM IST