Rap Song- র‍্যাপ গানের দিকে ঝুঁকছে বাংলার নতুন প্রজন্ম! শুনুন তাদের যুগান্তকারী গান..

Last Updated:

নতুন প্রজন্ম বিদেশি রীতিনীতিকে আপন করেছে নিজেদের মতন করে। এই রকমই একটি যুগান্তকারী বিদেশি কালচার র‍্যাপ গান।

+
গানের

গানের মহড়ায় র‍্যাপ শিল্পীরা

#হুগলি: গ্লোবালাইজেশনের যুগে বিশ্বের সঙ্গে সংস্কৃতির আদান-প্রদান ঘটছে। এর ফলে পশ্চিমী দেশগুলি যেমন ভারতীয় সংস্কৃতির রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন-এর সম্পর্কে অবগত হচ্ছে, ঠিক তেমনি বিদেশিদেরও গদার, টুফরো, নলেন, বিটলস, কোল্ডপ্লে-দের সাথে পরিচয় ঘটছে ভারতের। কথায় আছে পুরাতনকে সম্মান জানিয়ে নতুনকে স্বাগত জানানোই বাংলার রীতি। এবং এই দিক থেকে সব থেকে এগিয়ে কিন্তু বাংলার নতুন প্রজন্ম বা জেনারেশন ওয়াই।
নতুন প্রজন্ম বিদেশি রীতিনীতিকে আপন করেছে নিজেদের মতন করে। এই রকমই একটি যুগান্তকারী বিদেশি কালচার র‍্যাপ গান। বিদেশের পিটবুল থেকে এদেশি ইপিআর-কে রোল মডেল রেখে এগোতে চাইছেন নতুন প্রজন্ম। এই র‍্যাপ গান এতটাই যুগান্তকারী যে শুধুমাত্র গানকে কেন্দ্র করে তৈরি হয়েছে বলিউড থেকে টলিউডে সিনেমা। জোয়া আখতার পরিচালিত রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত 'গালি বয়' সিনেমার কথা তো সবারই মনে আছে।
advertisement
advertisement
এই র‍্যাপ গান শুধুমাত্র একটি বিদেশি সংগীতশিল্পী নয়, এটি হলো প্রতিবাদের একটি ভাষা। মূলত, এই গান সমাজ ব্যবস্থা ও পারিপার্শ্বিক ঘটনার ওপর আধারিত হয়। বেশ কিছুদিন আগে দিল্লির কৃষক আন্দোলনের সময়, ভারতীয় জনপ্রিয় একটি টিভি চ্যানেলের একটি মিউজিক্যাল কনটেস্টে ভারতীয় সংগীতশিল্পী 'ইপিয়ার' কৃষকদের বাস্তবতা নিয়ে একটি গান গেয়ে মন জয় করেছিলেন গোটা দেশবাসীর। কৃষকদের সঙ্গে ঘটা সমস্ত কঠিন বাস্তব কথা উঠে এসেছিল তাঁর গানের মধ্যে।
advertisement
এবার সেই র‍্যাপ গানের চর্চায় হুগলির ইয়াং জেনারেশন। তারা বলছে, তারা যেহেতু মফস্বলের, তাই তাদের গানের ভাষা মফস্বলকে ঘিরেই।
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Rap Song- র‍্যাপ গানের দিকে ঝুঁকছে বাংলার নতুন প্রজন্ম! শুনুন তাদের যুগান্তকারী গান..
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement