#হুগলি : অবশেষে শুরু হলও বৈদ্যবাটি ডানকুনির বিস্তীর্ণ অঞ্চলের খাল সংস্কারের কাজ। হুগলির শিল্পাঞ্চলের ও চাষবাসের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিল এই খাল। দীর্ঘ ২২ কিলোমিটার এলাকায় বিস্তৃত এই খাল বহু কয়েক বছর ধরে সংস্কার না হওয়ার ফলে মজে গিয়েছিল। ফলত বর্ষাকালে সমস্যায় পড়তেন খাল তীরবর্তী অঞ্চলের সাধারণ মানুষরা। অবশেষে সেচ দফতরের হস্তক্ষেপে ১৮ কোটি টাকা ব্যয় করে শুরু হয়েছে খাল সংস্কারের কাজ। ২২ কিলোমিটার দীর্ঘ এই খাল বৈদ্যবাটির গঙ্গা থেকে বেরিয়ে ডানকুনি হয়ে বালিখালে ফের গঙ্গার মিশেছে।
বৈদ্যবাটি থেকে বালি বাদামতলা পর্যন্ত এই খাল "বৈদ্যবাটি খাল" নামে পরিচিত তারপরে হয়েছে ডানকুনি খাল। স্থানীয় এক চাষী জানান একসময় স্বচ্ছ জলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন ক্ষেতে খালের জল দেওয়া হত। পরে কলকারখানা, ঘর বাড়ি বজ্র পদার্থ ফেলার জায়গা হয় এই খাল তার উপর ডানকুনির বিভিন্ন খাটালের গোবর আসে বর্জ্য সেই খালে। ফলত, খাল ভর্তি হয়ে গোবরের নদীতে পরিণত হয়। বহু দশক পর প্রশাসনের পক্ষ থেকে খাল পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ
কিন্তু সেখানেও রয়েছে সমস্যা, অভিযোগ দিল্লি রোডের পূর্ব দিক থেকে গঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল লাগোয়া সরকারি জমি দখল হয়েগিয়েছে সেই জবরদখল মুক্ত না হলে খালের জল গঙ্গায় নামতে পারবে না সংকারের কোটি কোটি টাকা জলে যাবে। এবিষয়ে চাপদানি বিধায়োগ অরিন্দম গুইন জানান বেশ কিছুদিন হল খালের কাজ শুরু হয়েছে বৈদ্যবাটির যে অংশে জবর দখল করে আছে সেটাও সরকারেরই জমি তাই পরবর্তীতে প্রশাসন যা ব্যবস্থা নেবে সেই মতই কাজ করা হবে।
Rahi Haldarনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baidyabati, Dankuni, Hooghly