Hooghly News: চোখের জল যেন আর থামছে না, লকেটের পরে এবার কান্নায় ভেঙে পড়লেন আর এক সাংসদ

Last Updated:

এদিন সাংসদ অপরূপা পোদ্দার বলেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে মাটিতে ফেলে মেরে সঙ্গে তেরো জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেদিন কারও লজ্জা হয়নি? এমনকি ত্রিপুরায় তাঁদের উপর হামলা চালিয়েছিল বলেও তিনি অভিযোগ তোলেন।

কান্নায় ভেঙে পড়লেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে
কান্নায় ভেঙে পড়লেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে
হুগলি: মণিপুরের নারকীয় ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিল্লি থেকে মণিপুর- কোথাও সুরক্ষিত নন মহিলারা, বিজেপি ও প্রধানমন্ত্রীকে একযোগে আক্রমণ অপরূপার।
মণিপুর নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখনই শুক্রবার বাংলার পঞ্চায়েত নির্বাচনের ভোট-হিংসা নিয়ে বলতে গিয়ে আবেগে ভাসেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচন পরবর্তী ভোট হিংসার পর এবার বাংলায় পঞ্চায়েত ভোটের অশান্তির অভিযোগ তুলে বার বার সোচ্চার হয়েছে বিজেপি। ইতিমধ্যেই বাংলায় এসেছেন বিজেপির মহিলা প্রতিনিধি দল। তবে এবার পাঁচলায় বিজেপির মহিলা কর্মীর হেনস্তার কথা উল্লেখ করে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে কেঁদে ফেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
প্রথমে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ৷ তার উপর বিবস্ত্র করে দুই মহিলাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একদল পুরুষ৷ তার মধ্যেও দুই মহিলাকে ক্রমাগত হেনস্থা ও শারীরিক নির্যাতন চলছে৷ অশান্ত মণিপুরের এমনই এক ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ প্রতিবাদে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী  লেখেন, ‘দুই মহিলাকে যেভা
advertisement
বে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, সেই ভিডিও দেখে হৃদয় ভগ্ন হয়েছে৷ উন্মত জনতার যে ভাবে অত্যাচার করা হয়েছে, তা দেখে রাগ হচ্ছে৷’ পাশাপাশি, তিনি লিখেছেন, ‘প্রান্তেবাসী মহিলার উপর যে প্রবল অত্যাচার করা হয়েছে, তা দেখে দুঃখপ্রকাশ করার করার কোনও ভাষা পাচ্ছি না৷ এই বর্বরোচিত ঘটনা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে, মানবিকতার ঊর্ধ্বে৷’
advertisement
এদিন সাংসদ অপরূপা পোদ্দার বলেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে মাটিতে ফেলে মেরে সঙ্গে তেরো জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেদিন কারও লজ্জা হয়নি? এমনকি ত্রিপুরায় তাঁদের উপর হামলা চালিয়েছিল বলেও তিনি অভিযোগ তোলেন। দেশের মধ্যে মহিলারা সুরক্ষিত নয়। সে জায়গায় পশ্চিম বাংলায় মহিলারা অনেকটাই সুরক্ষিত। পাশাপাশি লকেটের অভিযোগকে মিথ্য়া বলে দাবি করেছেন তিনি। কান্নার রাজনীতি? রাজনৈতিক কারবারিদের মধ্যে শুরু তরজা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চোখের জল যেন আর থামছে না, লকেটের পরে এবার কান্নায় ভেঙে পড়লেন আর এক সাংসদ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement