Hooghly New|| তিলে তিলে জমানো টাকা গচ্ছিত রাখত মানুষ, সেই টাকা জালিয়াতির অভিযোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Hooghly Crime: হুগলির খানাকুলের হেলান মইখণ্ড সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মানুষ তিল তিল করে সামান্য টাকা গচ্ছিত করে সমবায় সমিতিতে। আর সেই সমবায় সমিতির বিরুদ্ধে টাকা উধাও এর অভিযোগ উঠল।
খানাকুল: হুগলির খানাকুলের হেলান মইখণ্ড সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মানুষ তিল তিল করে সামান্য টাকা গচ্ছিত করে সমবায় সমিতিতে। আর সেই সমবায় সমিতির বিরুদ্ধে টাকা জালিয়াতির অভিযোগ উঠল। জানা গিয়েছে, এক ব্যক্তি তার গচ্ছিত টাকা তোলার পর অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন তার সঞ্চিত অর্থের অর্ধেক টাকা উধাও হয়ে গিয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই বিষয়ে ওই ব্যক্তি জানান, ৮২ হাজার টাকার মতো ব্যালেন্স ছিল কিন্তু ২০০০ টাকা তুলেছিলাম। সমবায় সমিতি থেকে যখন বাইরে বেরিয়ে পাস বইটি চেক করার পর চক্ষু চড়কগাছ। আশ্চর্যজনক অবস্থায় তিনি ব্যালেন্স দেখে ভয় পেয়ে যায়। প্রায় ৪০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে পাসবই নিয়ে পুনরায় ঠিক করে দেয় সমিতি।
advertisement
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির বিস্ফোরক তথ্য ফাঁস! দুর্নীতির কথা স্বীকার চন্দন মণ্ডলের জামাইয়ের
তিনি প্রশ্ন তুলেন বলেন, যদি নিরক্ষর হতাম বা দেখতে না জানতাম তাহলে হয়তো সমবায় সমিতি থেকে টাকাটা উধাও হয়ে যেত। পরবর্তীতে অন্য গ্রাহকের ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য আবেদন করেছেন। যদিও এই বিষয়ে সমবায় সমিতির ম্যানেজার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, একসঙ্গে অনেকগুলো পাস বই ছিল যার ফোলে অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে যায় কিন্তু পরবর্তীতে ওই গ্রাহকের পর্যাপ্ত ব্যালেন্স ঠিক করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2023 9:39 PM IST








