Hooghly News: বাঁচবে খরচ, সোলার পাম্প ব্যবহারে জোর গোঘাটের কৃষি দফতরের
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
কৃষি দফতর ‘মাটির কথা’ প্রকল্পের মাধ্যমে সোলার পাম্প প্রদান করছে কৃষকদের
আরামবাগ: ভাল এবং উন্নত চাষাবাদ করার জন্য, কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত জলের ব্যবস্থা করা, যাতে তারা সহজেই তাদের ফসলে সেচ দিতে পারে। এই দিক দিয়ে, সরকার কৃষির উন্নয়নে অনেক পরিকল্পনাও নিয়ে আসছে। এবার সোলার প্যানেলের উপর জোর দিচ্ছেন গোঘাট দু নম্বর ব্লকের কৃষি দফতর। ঠিক এরকম একটি প্রকল্প হল “মাটির কথা’। এর আওতায় কৃষকরা যাতে সেচ কাজে কোনো সমস্যায় না পড়ে, সেজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের কৃষি পাম্প সংযোগ দেওয়া হচ্ছে। আপনার যদি কৃষির জন্য একটি পাম্প সংযোগের প্রয়োজন হয়, তাহলে আপনি একটি কৃষি পাম্প সংযোগের জন্য আবেদন করতে পারেন।
কিভাবে এবং কখন আবেদন করতে হবে?
advertisement
advertisement
সোলার পাম্প দেওয়ার জন্য তার রাজ্যের কৃষকদের ভর্তুকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি একজন কৃষক হন এবং এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন।কৃষি দফতর ‘মাটির কথা’ প্রকল্পের মাধ্যমে সোলার পাম্প প্রদান করছে কৃষকদের। উন্নত প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক পাম্পের সাহায্যে অল্প ব্যয়ে সেচের জল পাচ্ছেন কৃষকরা।
advertisement
সোলার পাম্প দিয়ে জল তোলা হচ্ছে জমি থেকে। প্রয়োজন অনুযায়ী তা চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা সোলার পাম্প বসাতে খরচ। তবে মাটির কথা প্রকল্পে কৃষকরা ২ লাখ ৪ হাজার টাকা ভর্তুকি পাচ্ছেন। ফলে সহজেই জমিতে জল সেচের জন্য এই পাম্প কিনতে পারছেন কৃষকরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে কৃষি দফতরের এডিও সুদীপ ভট্টাচার্য বলেন, প্রতিবছরই সরকার এই প্রকল্পের অধীনে কৃষকদের সাহায্য করে। এক্ষেত্রে সোলার পাম্প জনপ্রিয় হয়ে উঠছে চাষিদের মধ্যে।
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 5:02 PM IST