Hooghly News: যন্ত্রণার পরও জীবন আছে, মুক্তকণ্ঠে জানালেন অ্যাসিড হামলায় আক্রান্তরা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Acid Attack: হুগলির একটি বাইকার সংগঠনের অভিনব প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে নেটিজেনরা । ওই বাইক প্রেমী সংগঠনটি রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা অ্যাসিড হামলার শিকার হয়েছেন তাদের নিয়ে র্যাম্প শোয়ের আয়োজন হুগলির চুঁচুড়ার একটি অ্যামিউজমেন্ট পার্কে।
রাহী হালদার, হুগলি: হুগলির একটি বাইকার সংগঠনের অভিনব প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা । ওই বাইকপ্রেমী সংগঠনটি রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা অ্যাসিড হামলার শিকার হয়েছেন তাদের নিয়ে র্যাম্প শোয়ের আয়োজন হুগলির চুঁচুড়ার একটি অ্যামিউজমেন্ট পার্কে। অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার সামান্য একটু প্রয়াস এই র্যাম্প শো বলে জানিয়েছেন তারা।
অ্যাসিড আক্রান্তর পর জীবনকে অন্য খাতে বইয়ে নতুন করে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন যাঁরা, তাঁদের নিয়ে বাইকারদের সংগঠন মোটো ভিশন 'ভিরা' আয়োজন করে এই বিশেষ অনুষ্ঠান। উদ্দেশ্য, যাঁরা অ্যাসিড হামলার শিকার তারা একা নন তাঁদের পাশে অনেকে আছেন--সেই বার্তা দেওয়া । বেশিরভাগ অ্যাসিড হামলা বাইকে করে হয়। তাই বাইকপ্রেমী সংগঠন হিসাবে তারাও কালিমালিপ্ত হয়। সেই কারণে আক্রান্তদের পাশে থাকা সমাজকে বার্তা দেওয়াই উদ্দেশ্য বাইকারদের। অ্যাসিড হামলার পর মূল স্রোতে ফিরে আসা লড়াকু অনেক মহিলারাই এই দিন র্যাম্পে পা মেলান।
advertisement
এই বিষয়ে একজন লড়াকু মহিলা সুনীতা বলেন, প্রতি মুহূর্তেই লড়াই চলছে। ট্রেনে বাসে আমাদের পাশে কেউ বসতে চায় না। অনেকে বলে মুখ ঢেকে রাখতে, না হলে বাচ্চারা ভয় পায়। এ সব খুব খারাপ লাগত এক সময়। এখন আর ভাবি না। বাইকার সংগঠন এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে আমরা খুশি অন্তত কিছু মানুষ তো আমাদের পাশে আছে।
advertisement
advertisement
আরও পড়ুন : সাতসকালে আবাসনের পাঁচতলার কার্নিশে বেকায়দায় মিনি! কী করে রক্ষা পেল পোষা বিড়াল? সে এক কাণ্ড!
বাইকার সংগঠন মোটো ভিশনের সদস্য সাগ্নিক রায়চৌধুরী বলেন," মহিলাদের উপর অ্যাসিড হামলা একটা ভয়ংকর অপরাধ। যারা করে তারা জানেও না একজন মহিলা এর পর কতটা কষ্টে বেঁচে থাকেন।বেশিরভাগ বাইকে চেপে এই অপরাধ করা হয়। আমরা সেইসব অপরাধীদের একটা বার্তা দিতে চাই আমরা বাইকাররা আক্রান্তদের পাশে আছি। আজকে একটা গোটা দিন তাদের জন্য আমরা রেখেছি।"
advertisement
আরও পড়ুন : আগুনে ঢেকে গেল স্ক্রিন, নেপালে বিমান দুর্ঘটনার আগে কে করছিলেন ফেসবুক লাইভ, জানুন পরিচয়
অনুষ্ঠানে র্যাম্প ওয়াক টক শো ব্যান্ডের গান এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। অ্যাসিড হামলার পর অনেকেই ভাবেন কী করে বাঁচবেন।এদিন উপস্থিত সেই আক্রান্তরা অবশ্য জানিয়ে দেন এর পরেও জীবন আছে।কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে-সমাজে আর পাঁচজন হয়ে থাকতে কেউ তাঁদের আটকাতে পারবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 4:35 PM IST