Hooghly News: শান্তিনিকেতনের মিঠে দুপুর কোন্নগরে? দেখতে এই শীতেই ঘুরে আসুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
Last Updated:
শীতের মিঠে দুপুরের রোদে একটুকরো শান্তিনিকেতন ঘুরে আসতে চাইলে এখন আর বোলপুর আসতে হবে না। সেই আমেজ পেয়ে যাবেন হুগলির কোন্নগরে। ঘুরে যেতে পারেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি।
#হুগলি: শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েন ঘুরতে। শীতের মিঠে দুপুরের রোদে একটুকরো শান্তিনিকেতন ঘুরে আসতে চাইলে এখন আর বোলপুর আসতে হবে না। সেই আমেজ পেয়ে যাবেন হুগলির কোন্নগরে। হুগলির কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। সবুজে ঘেরা গঙ্গা তীরবর্তী ঠাকুর বাড়ি মন কেড়েছে ভ্রমণ পিপাসুদের।
জিটি রোডের উপর কোন্নগর ধারসার কাছে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ২০২০ সালে হেরিটেজ তকমা পাওয়ার পর থেকে কোন্নগর পৌরসভার উদ্যোগে ভ্রমণ কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে এই বাগানবাড়িটিকে। বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলেই পাখিদের কলতান নদীর বয়ে যাওয়ার শব্দ ও সবুজ গাছ-গাছালি ভ্রমণ পিপাসু বাঙ্গালীদের শান্তিনিকেতনের কথা মনে করিয়ে দেয়।
advertisement
advertisement
এই বাগানবাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ভিটে। একই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব কেটেছে এই বাগান বাড়িতেই। কবিগুরুর বেশ কিছু রচনায় এই বাগানবাড়ির উল্লেখ রয়েছে। এখানে এসে যেমন মানুষের মন শান্ত হয়ে যায় তেমনি নস্টালজিক হয়ে পড়েন তারা। বাগানবাড়িতে বসে কেউ কেউ আবার রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করে দেন।
advertisement
বাগানবাড়িতে আগত এক ব্যক্তি জানান, এখানে এসে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতের ছোঁয়া পাওয়া জায়গা দেখে তিনি নস্টালজিক হয়ে পড়েছেন। একইসঙ্গে সেটি তার কাছে একটি লোমহর্ষকও বটে। শান্ত পরিপাটি পরিবেশের মধ্যে একাধারে যেমন মন শান্ত হয়ে যায় ঠিক তেমনি এক নির্মল আনন্দও এনে দেয় মনের মধ্যে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির সাথে শান্তিনিকেতনের বিশ্বভারতীর মিল তিনি খুঁজে পান। বাড়তি পাওনা গঙ্গা। ঠাকুর বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। পাখিদের কলতান সবুজ বনানীর সঙ্গে গঙ্গার এক অপূর্ব মেলবন্ধন অন্য রকমের পরিবেশ সৃষ্টি করে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
First Published :
November 29, 2022 4:04 PM IST