পাকিস্তান ফেরৎ গীতার স্বয়ম্বর সভা আজ, ১০ মিনিট করে সময় পাবে ১৪ যুবক
Last Updated:
পাকিস্তান থেকে ভারতে ফিরেছে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা গীতা তাও প্রায় বেশ সময় পার হয়েছে ৷ আজও আরও একবার সেই গীতা খবরের শিরোনামে ৷ আজ গীতার বিয়ে স্বয়ংবর সভার আয়োজন করেছে পরিবার ৷
#নয়াদিল্লি: পাকিস্তান থেকে ভারতে ফিরেছে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা গীতা তাও প্রায় বেশ সময় পার হয়েছে ৷ মূলত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যস্থতায় দেশে ফিরেছিলেন গীতা ৷ বাবা-মায়ের খোঁজ না পাওয়া যাওয়ায় বিদেশমন্ত্রী গীতাকে বারতের মেয়ে বলেও সম্বোধন করেছেন গীতাকে ৷ আজ আরও একবার সেই গীতাই খবরের শিরোনামে উপলক্ষ গীতার বিয়ে ৷ আজ গীতার বিয়ে স্বয়ম্বর সভার আয়োজন করেছে পরিবার ৷ মাত্র ১৪ জনের সামনে গীতাকে বিয়ে করার সুযোগ আসবে ৷ ১৪ জনের মধ্যে থেকে গীতা বেছে নেবে নিজের জীবনসঙ্গীকে ৷
দু'দিনের এই আয়োজনে গীতা ৮ জনের সঙ্গে দেখা করবেন ৷ গীতাকে বিয়ে করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০টি বয়োডাটা জমা পড়েছে ৷ তার মধ্যে থেকে ১৪ জনকে বেছে নিয়েছেন গীতা ৷ সবার জন্য ১০ মিনিট করে বরাদ্দ করেছেন গীতা ৷ পাত্র তালিকায় কে বা নেই ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সরকারি কর্মচারী, ব্যবসায়ী কে বা নেই ৷
advertisement
বাবা, মায়ের খোঁজ খবর না পেয়েই আড়াই বছর থেকে মুক-বধির গঠন গীতাকে মানুষ করেছে ৷ বহু মানুষ গীতার মা, বাবা বলে দাবি করলেও মেলেনি উপযুক্ত প্রমাণ ৷ বেশ কয়েকজন গীতার বাবা-মা হওয়ার দাবি করলেও তা চূড়ান্ত হবে ডিএনএ পরীক্ষার পরেই ৷ বিদেশমন্ত্রকের সবুজ সংকেতের প্রেক্ষিতেই গীতার বর খোঁজা শুরু হয়েছে ৷ স্বয়ম্বর সভায় গীতার পছন্দই চূড়ান্ত পছন্দ বলেই গণ্য করা হবে ৷
advertisement
advertisement
Location :
First Published :
June 07, 2018 1:14 PM IST