ময়নাগুড়িতে মাধ্যমিকের প্রশ্নফাঁস, প্রধান শিক্ষক-সহ ৪ জন দোষী সাব্যস্ত
Last Updated:
প্রধান শিক্ষক হরিদয়াল রায় ছাড়াও শিক্ষা দফতরের তদন্তে দোষী এসআই বিশ্বনাথ ভৌমিক, শিক্ষক বিশ্বজিৎ রায় ও দোষী স্কুলের শিক্ষক সম্রাট বিশ্বাস।
#ময়নাগুড়ি: ময়নাগুড়িতে মাধ্যমিকের প্রশ্নফাঁসের ঘটনায় প্রধান শিক্ষকসহ চারজন দোষী সাব্যস্ত। প্রধান শিক্ষক হরিদয়াল রায় ছাড়াও শিক্ষা দফতরের তদন্তে দোষী এসআই বিশ্বনাথ ভৌমিক, শিক্ষক বিশ্বজিৎ রায় ও দোষী স্কুলের শিক্ষক সম্রাট বিশ্বাস। বদলি করা হচ্ছে হরিদয়াল রায়কে।
প্রশ্নফাঁসকাণ্ডে সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষকসহ চারজনকে দফায় দফায় জেরা করা হয়। তদন্তে দোষী সাব্যস্ত হন তাঁরা। মাধ্যমিকের ফলে সেরার তালিকায় ধরে রাখতে হবে স্কুলের নাম। প্রশ্নপত্র ফাঁস করে ফার্স্ট বয়কে উত্তর জানিয়ে দেন প্রধান শিক্ষক। সহ শিক্ষক ও স্কুল পরিদর্শকের টেলিফোনেই ধরা পড়ে কুকীর্তি। অঙ্ক পরীক্ষার দিন হাতেনাতে ধরাও পড়েন অভিযুক্ত প্রধান শিক্ষক হরিদয়াল রায়।
advertisement
advertisement
Location :
First Published :
June 07, 2018 4:19 PM IST