বচসার জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারল স্বামী
Last Updated:
স্ত্রী কে খুন করারা অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ধাদকা আরসিআই এলাকায়।
#আসানসোল: স্ত্রী কে খুন করারা অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ধাদকা আরসিআই এলাকায়।
আরও পড়ুন: দেখে নিন আজ কত কমল পেট্রোল-ডিজেলের দাম
অভিযোগ বুধবার গভীর রাতে স্ত্রী পূর্নিমা কোড়াকে তার স্বামী গণেশ কোড়া কুড়াল দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে গেলে পূর্নিমার বাবা ও মাকে কুড়াল দিয়ে আঘাত করে তিনি।
advertisement
advertisement
খবর পেয়ে পুলিশ পৌছে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক পূর্নিমা কোড়াকে মৃত ঘোষনা করে। পূর্নিমার বাবা ও মা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত গণেশ কোড়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে।
Location :
First Published :
June 07, 2018 12:24 PM IST