Panchayat Election 2023: রাত পোহালেই পঞ্চায়েতের ফলাফল, TMC-BJP-CPIM প্রতীকের মিষ্টিতে সেজেছে দোকান

Last Updated:

Panchayat Special Sweet: জোড়া ফুল, কাস্তে হাতুড়ি তারা, হাত অথবা পদ্ম এই সন্দেশেই এবার ভোটের ফল ঘোষণা হতে, মাত করবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের।

+
রাজনৈতিক

রাজনৈতিক ক্ষীর সন্দেশ

অশোকনগর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব বোম-গুলি মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হলেও, বাকি পঞ্চায়েত নির্বাচনের ফলঘোষণা। রাত পোহালেই শুরু হবে ভোট গণনার কাজ। ইতিমধ্যেই কাউন্টিং সেন্টার গুলিতে প্রস্তুতি তুঙ্গে। তবে এরই মাঝে পঞ্চায়েত ভোটের বাজার মাতাতে এ বারে হাজির প্রতীক সন্দেশ।
পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগেই তাই দোকানে তৈরি হচ্ছে জোর কদমে বিশেষ এই সন্দেশ মিষ্টি। জোড়া ফুল, কাস্তে হাতুড়ি তারা, হাত অথবা পদ্ম এই সন্দেশেই এবার ভোটের ফল ঘোষণা হতে, মাত করবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের। অশোকনগরের একটি অভিজাত মিষ্টান্ন প্রতিষ্ঠান এবছর পঞ্চায়েত ভোটের ফলাফলকে সামনে রেখে এমনই অভিনব মিষ্টি বানিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় ফের ভোটের বলি, বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু
মানুষের আকর্ষণ টানতে পাশাপাশি বিশেষ দিনগুলিতে নতুন নতুন মিষ্টান্ন তৈরির চিন্তাভাবনা করেন দোকান মালিক কমল সাহা বলেই জানালেন। আর তাই পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার আগে এই প্রতীক সন্দেশ মিষ্টি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যেই শাসক দল তৃণমূলের তরফ থেকে এসেছে ২০০ পিস মিষ্টির অর্ডার। বিজেপির তরফ থেকেও পদ্ম ফুলের প্রতীক চিহ্ন দেওয়া মিষ্টির বেশ কিছু অর্ডার এসছে বলেও জানালেন মিষ্টি ব্যবসায়ী।
advertisement
পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে। আর তারই মাঝে বাজার ধরতে ১৫ টাকার বিশেষ এই ক্ষীর সন্দেশের প্রতীক চিহ্নের মিষ্টি নিয়ে এসেছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। দুধ দিয়ে ক্ষীর তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এই সন্দেশ। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হতেই নেতাকর্মীদের মুখে উঠতে প্রস্তুত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের ক্ষীরের সন্দেশ। আর এই মিষ্টিমুখ যে বাড়তি উন্মাদনা জাগাবে রাজনৈতিক দলগুলির জয়ের উল্লাসে তা বলাই যায়।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Panchayat Election 2023: রাত পোহালেই পঞ্চায়েতের ফলাফল, TMC-BJP-CPIM প্রতীকের মিষ্টিতে সেজেছে দোকান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement