Biryani Stall: ২০ টাকায় এক প্লেট বিরিয়ানি! মা-ছেলের স্টলে উপচে পড়া ভিড়

Last Updated:

অশোকনগর উৎসবে ভোজন রসিকদের জন্য আছে নানান আইটেমের ফুড স্টল। তারই মধ্যে জায়গা করে নিয়েছে 'দিদি নম্বর ওয়ান' খ্যাত মা-ছেলের এই ২০ টাকার বিরিয়ানি

+
কুড়ি

কুড়ি টাকার বিরিয়ানি

উত্তর ২৪ পরগনা: ২০ টাকায় বিরিয়ানি! শুনে চমকে উঠলে চেয়ারের হাতলটা শক্ত করে বসুন। কারণ আরও চমক বাকি আছে। টলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা ‘দিদি নম্বর ওয়ান’ রিয়েলিটি শো’র সঞ্চালক রচনা ব্যানার্জি এই ২০ টাকার বিরিয়ানি চেখে দেখে দেদার প্রশংসা করেছেন। জলের দরে এমন দুর্দান্ত বিরিয়ানি খেতে হলে চলে আসুন অশোকনগর উৎসবে।
অশোকনগর উৎসবে ভোজন রসিকদের জন্য আছে নানান আইটেমের ফুড স্টল। তারই মধ্যে জায়গা করে নিয়েছে ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত মা-ছেলের এই ২০ টাকার বিরিয়ানি। মেলায় ঢুকলেই এই স্টলের সামনে মানুষের ভিড় সকলের নজর কেড়ে নিচ্ছে। কেউ কৌতুহলে, আবার অনেকে খাওয়ার পুরনো স্বাদের কথা মাথায় রেখে আসছেন এই স্টলে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে চলা অশোকনগর উৎসবে এবারের বিশেষ আকর্ষণ দিদি নম্বর ওয়ান খ্যাত এই কুড়ি টাকার মা-ছেলের বিরিয়ানি। বিরিয়ানির পাশাপাশি স্টলে মিলছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন পকোড়া সহ আরও অনেক কিছু। এছাড়াও মেলায় ফুচকা থেকে শুরু করে চিকেন, শাওয়ারমা রোল, মকটেল সহ নানা খাবারের স্টল আছে। চাইলে আপনিও এরইমধ্যে অশোকনগর উৎসবে এসে চেখে দেখুন এই দুর্দান্ত বিরিয়ানি।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Biryani Stall: ২০ টাকায় এক প্লেট বিরিয়ানি! মা-ছেলের স্টলে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement