Rail Accident: ভয়ঙ্কর কাণ্ড! চলন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে পড়ে গেল যাত্রী
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
Last Updated:
হঠাৎই চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যাত্রী। গুরুতর জখম হলেও তিনি কোনমতে প্রাণে বেঁচে গিয়েছেন
কোচবিহার: আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী। উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বছর পঞ্চাশের এক পুরুষ যাত্রী। যদিও তাঁর নাম ও ঠিকানা জানা যায়নি। কোচবিহারের ঘুঘুমারি তোর্সা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
হঠাৎই চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যাত্রী। গুরুতর জখম হলেও তিনি কোনমতে প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরিচয় জানা না গেলেও জানা গিয়েছে কোচবিহারের দিনহাটা মহকুমায় বাড়ি আহত ব্যক্তির।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালদহ থেকে বামনহাটগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে ওই যাত্রী আচমকাই পড়ে যান। ঘুঘুমারি রেল ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটানাটি ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে খবর দেওয়া হয় কোচবিহারের কোতোয়ালি থানায়। ট্রেন থেকে পড়ে যাওয়ার ফলে ওই যাত্রীর কপাল ফেটে গিয়েছে, পায়েও গুরুতর আঘাত লেগেছে। এদিকে পুলিশ সূত্রে খবর, আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 5:07 PM IST