Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের দিনই ২২ ফুটের রামমূর্তি বসবে বাংলায়
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরে। সেই উপলক্ষে গোটা দেশ থেকে রামভক্তরা ওই দিন অযোধ্যায় হাজির থাকছেন
জলপাইগুড়ি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার দিনই ভগবান রামের ২২ ফুট উচ্চতার মূর্তির উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়ি শহরে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সঙ্গে তাল মিলিয়ে বাংলার এমন কর্মসূচি চমকে দিয়েছে অনেককে।
advertisement
২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরে। সেই উপলক্ষে গোটা দেশ থেকে রামভক্তরা ওই দিন অযোধ্যায় হাজির থাকছেন। যারা ওই বিশেষ দিনে হাজির হতে পারছেন না তাঁরা কয়েকদিনের মধ্যেই হয়ত অযোধ্যা দর্শনে যাবেন। কিন্তু যে মানুষগুলো শারীরিক বা আর্থিক কারণে কোনদিনই অযোধ্যায় যেতে পারবেন না তাঁদের কী হবে? সেই অসহায় মানুষগুলোর কথা ভেবেই জলপাইগুড়ি শহরে রামের এই বিশাল মূর্তি তৈরি করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আরও দেখুন:
জলপাইগুড়ি শহরে এই ২২ ফুটের রামমূর্তি তৈরির কাজ এখন জোর কদমে চলছে। শিল্পীরা জানিয়েছেন ২২ জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। স্থানীয় রামলালা প্রতিষ্ঠা উদযাপন সমিতির উদ্যোগে তৈরি হচ্ছে এই মূর্তি। শহরের বামন পাড়া ৫ নম্বর রেল গুমটি এলাকায় মূর্তিটি বসানো হবে। উদ্যোক্তাদের আশা, ওইদিন লক্ষাধিক মানুষের ঢল নামবে সেখানে। ইতিমধ্যেই এই উদ্যোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলায়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2024 4:13 PM IST








