মকর সংক্রান্তি স্পেশাল রেসিপি গোকুল পিঠে

Last Updated:
গোটা শীতকালই নলেন গুড়ের সময় হলেও পিঠে খাওয়ার আসল দিন মকর সংক্রান্তি৷ তাই আজ শিখে নিন গোকুল পিঠে৷
কী কী লাগবে
নারকেল কোরা-আড়াই কাপ
advertisement
গুড়-১ কাপ
এলাচ গুঁড়ো-আধ চা চামচ
ড্রাই ফ্রুটস-পছন্দ মতো
খোয়া ক্ষীর-১/৩ কাপ
ময়দা-১ কাপ
সুজি-১/৩ কাপ
দুধ-প্রয়োজন মতো
ঘি
চিনি-১ কাপ
জল-দেড় কাপ
গোলাপ জল-১,২ ফোঁটা
লেবুর রস-১,২ চা চামচ
কীভাবে বানাবেন
গুড় ছোট ছোট টুকরোয় ভেঙে নিন৷ বড় প্যান মাঝারি আঁচে গরম করুন৷ প্রথমে নারকেল কোরা ২-৩ মিনিট ভেজে নিয়ে গুড় মেশান৷ নাড়তে থাকুন যাতে নারকেল কোরার সঙ্গে গুড় মিশে যেতে থাকে৷ যখন ভালভাবে মিশে যাবে তখন খোয়াক্ষীর দিয়ে নাড়তে থাকুন৷ ১-২ মিনিট নেড়ে ড্রাই ফ্রুটস মেশান৷ আঁচ বন্ধ করে এলাচ গুঁড়ো মিশিয়েই নামিয়ে নিন৷ ঠান্ডা হলে অল্প অল্প করে নারকেলের মিশ্রণ নিয়ে হাতের চাপে গোল গোল বল বানিয়ে নিন৷
advertisement
ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে নিন৷ আস্তে আস্তে দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে থাকুন৷ এই ব্যাটারে নারকেলের বল ডুবিয়ে নিন৷
প্যানে ঘি গরম করে ময়দার গোলায় ডোবানো নারকেলের বল দিন৷ মাঝারি আঁচে ভাজতে থাকুন যতক্ষণ না সোনালি রং ধরছে৷ ভাজা হলে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে যায়৷
advertisement
সসপ্যানে জল ফোটাতে থাকুন৷ ফুটন্ত জলে চিনি দিয়ে নাড়তে থাকলেই সঙ্গে সঙ্গে গলে মিশে যাবে৷ যখন বুদবুদ কাটবে তখন লেবুর রস মেশান৷ রস যখন ঘন হয়ে আসবে তখন গোলাপ জল মেশনা৷ ভাজা পিঠে দিয়ে রসে ১ মিনিট রাখুন যাতে ভাল করে রস ঢুকে নরম হয়ে যায়৷ তারপর তুলে নিন রস থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
মকর সংক্রান্তি স্পেশাল রেসিপি গোকুল পিঠে
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement