অল্পেশ ঠাকুর, জিগনেশ মেওয়ানি এবং হার্দিক প্যাটেলের বিরুদ্ধে এফআইআর দায়ের

Last Updated:

কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর, গুজরাতের দলিত নেতা এবং নির্দল বিধায়ক জিগনেশ মেওয়ানি এবং পটেল নবনির্মাণ সেনা(পনসে)-র অধ্যক্ষ হার্দিক পটেলের বিরুদ্ধে এফআইআর দায়ের ৷

#গান্ধীনগর: কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর, গুজরাতের দলিত নেতা এবং নির্দল বিধায়ক জিগনেশ মেওয়ানি এবং হার্দিক প্যাটেল নবনির্মাণ সেনা(পনসে)-র অধ্যক্ষ হার্দিক প্যাটেলের বিরুদ্ধে এফআইআর দায়ের ৷ গুজরাতের গান্ধীনগর থানায় এই তিন নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ পাবলিক রেড-এর নাম করে অকারণে এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে হুমকি দেন এই তিন নেতা ৷ এমন অভিযোগই উঠেছে অল্পেশ, জিগনেশ এবং হার্দিক প্যাটেলের বিরুদ্ধে ৷
গান্ধীনগরের আদিবাদা গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, তল্লাশি চালানোর নাম করে ওই তিন নেতা ওই গ্রামেরই এক মহিলার বাড়িতে জোর করে ঢুকে পড়েন ৷ এরপর ওই বাড়ি থেকে দু প্যাকেট অ্যালকোহল উদ্ধার করেন ওই তিন নেতা ৷ আর সেই নিয়েই বাড়ির লোকজনকে অকারণে ধমকান ওই তিন নেতা ৷ এমনটাই অভিযোগ উঠেছে জিগনেশ, অল্পেশ এবং হার্দিকের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে ৷ যদিও ওই মহিলার দাবি, প্রবীণ ভার্দব নামে এক ব্যক্তি ইচ্ছেকৃতভাবে ওই অ্যালকোহল রেখে গিয়েছিলেন ৷
advertisement
advertisement
ঘটনা হল, বেশ কিছুদিন আগেই গান্ধীনগরে বিষ মদ্যপান করে চারজনের মৃত্যু হয় ৷ এরপর থেকেই নাকি গান্ধীনগরের মদের আসরগুলিতে আচমকা হানা দেওয়ার পরিকল্পনা নিয়েছিল এই তিন নেতা ৷ কারণ তাঁদের ধারণা গান্ধীনগরে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ হলেও সেখানে এখনও বেশ কয়েকটি জায়গায় বিক্রি হয় অ্যালকোহল ৷ সেই কারণেই এমন অতর্কিত হানা চালানোর দাবি জানিয়েছিলেন অল্পেশ, মেওয়ানি এবং প্যাটেল ৷ কিন্তু এই তিন নেতার দাবি নস্যাৎ করে দিয়েছে গান্ধীনগর থানার পুলিশ ৷
advertisement
ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করেন গান্ধীনগর থানার এসপি ৷ তিনি বলেন, তিন নেতার এই অজুহাত একেবারেই ভিত্তিহীন ৷ গান্ধীনগরে বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় তাঁরা ৷ কিন্তু তাঁরা কেন এমন একটি অভিযান চালিয়েছে তা স্পষ্ট নয় গান্ধীনগর থানার এসপি বীরেন্দ্র সিং যাদবের কাছে ৷ তাঁর দাবি, গান্ধীনগরে অ্যালকোহল বিক্রি একেবারেই নিষিদ্ধ ৷ সেক্ষেত্রে ওই তিন নেতার দাবিকে একেবারেই অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ করলেন যাদব ৷
advertisement
গান্ধীনগর থানায় এই তিন নেতার বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অল্পেশ ঠাকুর, জিগনেশ মেওয়ানি এবং হার্দিক প্যাটেলের বিরুদ্ধে এফআইআর দায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement