খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্যবৃদ্ধি ! কৃষকদের রক্তক্ষরণে ব্যান্ড এইড-র মতো, দাবি রাহুলের

Last Updated:

খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি ! লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে কুপোকাত করতে নয়া চাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

#নয়াদিল্লি: খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি ! লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে কুপোকাত করতে নয়া চাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু সেই ঘোষণার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তোপের মুখে পড়লেন মোদি ৷
বিজেপি সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তে দেশের কৃষকদের পরিস্থিতি একেবারেই শোচনীয় ৷ কৃষকদের অন্দরে বিজেপি সরকারের বিরুদ্ধে যে ক্ষত তৈরি হয়েছে ৷ সেই ক্ষততেই ব্যান্ড এইড দিয়ে সাময়িক প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন মোদি ৷ এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী ৷
খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি কর্ণাটক সরকারের কৃষিঋণ মুকুবের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সভাপতি ৷ একইসঙ্গে তিনি বলেন,
কর্ণাটক সরকার রাজ্যের কৃষকদের কৃষিঋণ মুকুবের জন্য ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল ৷ অপরদিকে, দেশের ১২০ মিলিয়ন কৃষকদের জন্য খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধির জন্য মাত্র ১৫হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন নরেন্দ্র মোদি ৷
advertisement
advertisement
কর্ণাটকে কৃষিঋণ মুকুবের প্রসঙ্গে টেনেই রাহুল বলেন,
কর্ণাটক সরকার কৃষকদের সমস্যা সমাধানের জন্যই ৩৪ হাজার কোটি টাকা ব্যায় করেছে ৷ কিন্তু বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র নিজেদের প্রচারের জন্যই এই পদক্ষেপ নিয়েছে ৷
গত কয়েকটি রাজ্যের নির্বাচনে বিজেপি গদি বাঁচাতে পারলেও গেরুয়া শিবিরের ভোটব্যাঙ্কে ভাটা পড়েছে ৷ সেই কারণেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চাইঠছে গ্রামের মানুষের কাছে আরও বেশি পৌঁছতে ৷ কারণ এতে একদিকে দলের নিচুতলার কর্মীদের মনোবল বাড়বে ৷ অপরদিকে, গ্রামের ভোটারদের একটি বড় ভোটের অংশ বিজেপির ভোটবাক্সে পড়তে পারে ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্যবৃদ্ধি ! কৃষকদের রক্তক্ষরণে ব্যান্ড এইড-র মতো, দাবি রাহুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement