খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্যবৃদ্ধি ! কৃষকদের রক্তক্ষরণে ব্যান্ড এইড-র মতো, দাবি রাহুলের

Last Updated:

খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি ! লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে কুপোকাত করতে নয়া চাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

#নয়াদিল্লি: খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি ! লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে কুপোকাত করতে নয়া চাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু সেই ঘোষণার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তোপের মুখে পড়লেন মোদি ৷
বিজেপি সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তে দেশের কৃষকদের পরিস্থিতি একেবারেই শোচনীয় ৷ কৃষকদের অন্দরে বিজেপি সরকারের বিরুদ্ধে যে ক্ষত তৈরি হয়েছে ৷ সেই ক্ষততেই ব্যান্ড এইড দিয়ে সাময়িক প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন মোদি ৷ এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী ৷
খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি কর্ণাটক সরকারের কৃষিঋণ মুকুবের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সভাপতি ৷ একইসঙ্গে তিনি বলেন,
কর্ণাটক সরকার রাজ্যের কৃষকদের কৃষিঋণ মুকুবের জন্য ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল ৷ অপরদিকে, দেশের ১২০ মিলিয়ন কৃষকদের জন্য খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধির জন্য মাত্র ১৫হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন নরেন্দ্র মোদি ৷
advertisement
advertisement
কর্ণাটকে কৃষিঋণ মুকুবের প্রসঙ্গে টেনেই রাহুল বলেন,
কর্ণাটক সরকার কৃষকদের সমস্যা সমাধানের জন্যই ৩৪ হাজার কোটি টাকা ব্যায় করেছে ৷ কিন্তু বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র নিজেদের প্রচারের জন্যই এই পদক্ষেপ নিয়েছে ৷
গত কয়েকটি রাজ্যের নির্বাচনে বিজেপি গদি বাঁচাতে পারলেও গেরুয়া শিবিরের ভোটব্যাঙ্কে ভাটা পড়েছে ৷ সেই কারণেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চাইঠছে গ্রামের মানুষের কাছে আরও বেশি পৌঁছতে ৷ কারণ এতে একদিকে দলের নিচুতলার কর্মীদের মনোবল বাড়বে ৷ অপরদিকে, গ্রামের ভোটারদের একটি বড় ভোটের অংশ বিজেপির ভোটবাক্সে পড়তে পারে ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্যবৃদ্ধি ! কৃষকদের রক্তক্ষরণে ব্যান্ড এইড-র মতো, দাবি রাহুলের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement