পোস্টার বিজ্ঞাপন কার্টুনে সুভাষ বোস

Last Updated:
প্রতিবেদন: ঋত্বিক ঘোষ
#কলকাতা: আসলে সমকাল একটা ঘটনাকে যেভাবে দেখে, ভবিষ্যৎ সেই দেখাকে পালটে ফেলে নিজের মত। অন্য সবার মত নেতাজী (হ্যাঁ, সুভাষ বোসের কথাই বলছি, ভারতের রাজনীতির নতুন নেতাজীকে নিয়ে না হয় ভাবীকাল আলোচনা করবে)- কে দেখার বা চেনার চোখও কালে কালে বদলেছে। আর কালকে চেনার সবথেকে ভাল উপায় কি হতে পারে, তখনকার বিজ্ঞাপন পোস্টার আর কার্টুন ছাড়া!!
advertisement
১৯৪০ সালের কথা। কানপুর তখনও Cawnpore। ন্যাশনাল প্রেসের পক্ষ থেকে শ্যামসুন্দরলাল অগ্রবাল অদ্ভুত একটা পোস্টার ছেপে প্রকাশ করলেন। লাগিয়ে দিলেন দেওয়ালে দেওয়ালে। আপাতদৃষ্টিতে বেশ চমকে ওঠার মত। নেতাজী এখানে কালীর অন্যতম রূপ ছিন্নমস্তার সাথে তুলনীয়। আজাদ হিন্দ ফৌজের পোশাক পরে তিনি তাঁর নিজের গলা কেটে উৎসর্গ করছেন দেশের জন্য। আশেপাশে ছড়িয়ে আছে আরও সৈনিকদের ছিন্ন মস্তক। তলায় লেখা- “सुभाष चन्द्र बोसे कि अपूर्व भेट” (সুভাষ চন্দ্র বোসের অপূর্ব উপহার)।
advertisement
advertisement
kali
আজাদ হিন্দের আত্মত্যাগ ঠিক কতটা সাড়া জাগালে একজন মানুষ তাঁর জীবৎকালে ঈশ্বরের সঙ্গে তুলনীয় হয়, তা বলাই বাহুল্য। অবশ্য এর উলটো দিকও আছে। ১৯৪২ এর ১৯ জুলাই "পিপলস ওয়ার" পত্রিকার এই কার্টুনটি যেমন। এখানে স্পষ্টই সুভাষ বোসকে তোজোর গাধার সঙ্গে তুলনা করা হয়েছে।
advertisement
gadha
জয় হিন্দ কেমিক্যাল ওয়ার্কস অবশ্য অত ভাবে না। তাঁরা খেয়াল করেছেন নেতাজী, গান্ধীজী, নেহেরু, প্যাটেল বা আজাদ- সব্বার চকচকে একখানা করে টাক আছে, আর সেই টাক যাতে অন্যদের না পড়ে তাই উপায় একটাই-
Jai Hind Amla Goonnidhi Hair Oil
An effective dressing for hair
advertisement
Prepared with pure vegetable oil with amla and other Indian herbs
oil
একটা ব্যাপার খেয়াল করার মত। দেশপ্রেমে মাতোয়ারা এই কোম্পানি কিন্তু মডেল হিসেবে যে পাঁচজনকে বেছে নিলেন কারও চুল নেই। পরে গজায়ওনি। বাজারের চলতি ধারণাকে (একমাত্র সুন্দর চুলের অধিকারীরাই মাথার তেলের মডেল হতে পারেন) ভেঙ্গেচুরে একেবারে নতুন ইতিহাস তৈরি হল।
advertisement
last
শেষে বলি প্রমথ সমাদ্দারের সেই বিখ্যাত কার্টুনের কথা। দেশ সবে স্বাধীন। কিন্তু সবাই জুজু দেখছে। অই বুঝি নেতাজী আসে। দেশজুড়ে গুজব " নেতাজী আসছেন নেতার বেশে"... কে জানত? পঞ্চাশ বছর পেরিয়েও নেতাজীর ভূত আজও তাড়া করে বেড়াবে দেশের অনেক নেতাদের?....
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
পোস্টার বিজ্ঞাপন কার্টুনে সুভাষ বোস
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement