সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি দুর্লভ ভিডিও দেখে নিন
Last Updated:
#কলকাতা: সুনীল গঙ্গোপাধ্যায় নামটা শুনলেই বুকের মধ্যে সাহিত্যের ঝড় ওঠে। বাংলা সাহিত্যকে ভাবা যায় না সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছাড়া। তিনি অকালে ছেড়ে চলে গেছেন আমাদের।
নীল লোহিতকে আর আমরা নতুন করে পাই না। সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন মজার মানুষ। কিন্তু গম্ভীর। তিনি আনন্দবাজার পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু কোনও দিনই তিনি টাইমে অফিস ঢুকতেন না। তা একবার কর্তৃপক্ষ তাঁকে ডেকে বলেন, আপনি একটু যদি টাইমে আসেন তাহলে খুব ভাল হয়। এ কথা শোনার পর সুনীল হাসলেন। বললেন, 'আমি তো সময় মতো আসতেই পারি। সকালে উঠেও যাই। তারপর একটু বাজার যাই। বাজার থেকে মাছ কিনি। স্বাতীর হাতের মাছের ঝোল দিয়ে ভাত না খেয়ে এখন অফিস আসি কী করে বলুন? তাছাড়া পেটের জন্যই তো কাজ। তাঁকে যদি শান্তি না দিই, মন শান্ত হবে না। তখন আর লিখব কেমন করে। আগে অফিস আসতেই পারি কিন্তু কাজ তো কিছু হবে না তাহলে!' এ কথা শুনে আর কিছু বলতে পারলেন না কতৃপক্ষ। তবে এমন কথা বলতে গেলে কলমের জোর লাগে। আর সেই জোর তাঁর ছিল। তিনি নেই আজ। কিন্তু তাঁর একটি দূর্লভ ভিডিও খুঁজে পাওয়া গেল। যেখানে তিনি নিজে আবৃত্তি করছেন, তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি।--
advertisement
advertisement
Location :
First Published :
April 08, 2019 3:46 PM IST

