পুজো মানে মিষ্টিমুখ, শেষ পাতে থাক ঠাকুরবাড়ির 'দই পোয়া', থাকল রেসিপি

Last Updated:
#কলকাতা: বাঙালিদের রান্না এবং অবশ্যই পুজোর ভোজে ঠাকুর বাড়ির রান্নাকে বাদ দেওয়া চলবে না ৷ বাঙালিদের হেঁশেলে একটা বড় জায়গা আছে ঠাকুরবাড়ির রান্নার ৷ দুর্গাপুজোয় তাই ঠাকুরবাড়ির কয়েকটা ডিশ আমরা আনছি আপনাদের জন্য ৷ পূর্ণিমা ঠাকুরের কথায়, ইন্দিরা দেবী (সম্পর্কে রবি ঠাকুরের ভাইঝি) কোনদিনই রান্নাঘরে ঢোকেননি ৷ কিন্তু যেখানেই যে খাবারটি খেয়ে রসনাতৃপ্তি করেছেন সেগুলোই লিকে রেখেছেন খাতায় ৷ খাতার অবস্থা যখন শোচনায়, তখন সেই সব রেসিপিকে বাঁচিয়ে রাখতে পূর্ণিমা দেবীই সেইগুলোকে এক জায়গায় করে বইয়ের রূপ দেন ৷
পুজো মানেই যেন উপচে পড়ে বাঙালিয়ানা ৷ আর ঠাকুরবাড়ি ছাড়া বাঙালি অসম্পূর্ণ ৷ তাই তো পুজোর চারদিন না হোক কোন একটা দিন ঠাকুরবাড়ির স্পেশ্যাল ডিস রান্না করতে পারন আপনিও ৷ ঠাকুর বাড়ির দুটি স্পেশ্যাল মেনু আপনাদের জন্য ৷
দই পোয়া
advertisement
উপকরণ- মিষ্টিদই-৫০০ গ্রাম, ময়দা-১৮০ গ্রাম, ঘি, সাদা তেল, চিনি-১ কাপ, এলাচগুড়ো ৷
advertisement
প্রণালী- ময়দায় তেল দিয়ে ময়ান তৈরি করুন ৷ এবার দই ভাল করে ফেটিয়ে তাতে ধীরে ধীরে ময়দা মেশান যাতে দলা না পাকায় ৷ চিনির সিরা তৈরি করুন ৷ ১ কাপ চিনিতে আধ কাপ জল দিয়ে ঘন সিরা তারি করুন ৷ এবারে কড়াইতে ঘি ও তেল দিন ৷ গরম হওয়ার পর মালপোয়ার মত ভেজে তুলুন ৷ এবারে চিনির রসে এলাচগুড়ো মিশিয়ে মালপোয়ার ওপর ঢেলে দিন ৷ পরিবেশন করুন ৷
advertisement
বাংলা খবর/ খবর/ফিচার/
পুজো মানে মিষ্টিমুখ, শেষ পাতে থাক ঠাকুরবাড়ির 'দই পোয়া', থাকল রেসিপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement