ব্যবসার জন্য চাষ নয়, পুজোর জন্য পদ্ম চাষ

Last Updated:
#কলকাতা: সখের কী আর সীমা থাকে ? সখ থেকে মানুষ কি না করেন.. কিন্তু নদিয়ার নিখিল রায় পুজোর বাজারে যা করলেন, তা সত্যিই অন্যরকম। বিঘা দুয়েক জমিতে পদ্মের চাষ করেন এই ভদ্রলোক। না ব্যবসার জন্য নয়। শুধু মাত্র দেবী দুর্গার জন্য।
ভিও - একশো আট পদ্মে পূজিত হন মা দুর্গা। পূরাণ মতে শরৎ কালে মায়ের পায়ে এই অর্ঘ্য দিয়েই অকাল বোধন করেছিলেন রামচন্দ্র। চর ব্রহ্মপুরের নিখিল রায় রামচন্দ্র নন। তবে শারদ অর্ঘ্য দিতে তিনি করলেন পদ্মচাষ। ডেকরেটার্সের কাজ করতেন। পেশার তাগিদে ঘুরতে হত জেলায় জেলায়। পুজোর প্যান্ডেল তৈরি করতে গিয়ে দেখেছিলেন দেবীবরণে পদ্মের ব্যবহার। উপলব্ধি করেছিলেন পদ্মের প্রয়োজনীয়তাকে। তখন থেকে মনের মধ্যে জন্ম নেয় নতুন সখ।
advertisement
প্রায় বিঘে দুয়েক জমি এমনিই পড়ে ছিল। তাই বাড়ি ফিরে ভেবেছিলেন কী করা যায়। সেই ভাবনা থেকেই পদ্ম চাষের সখ। গত সাত বছর এই জমিতেই ফলছে তাঁর পদ্ম। শুধুমাত্র মায়ের পায়ে অর্ঘ্য হওয়ার জন্য.... কারণ, তাঁর এই ফুল ব্যবসার জন্য নয়।
advertisement
ফুল প্রতি লাভ এক টাকা থেকে পাঁচ টাকা। কিন্তু লাভের টাকা নয় তাঁর কোনও লোভ নেই। কারণ, এই পদ্ম ফুল বিক্রি করে তিনি সংসার চালানোর কথা ভাবেন না.. তার জন্য অন্য ব্যবস্থা আছে। তাঁর পদ্ম ফোটে শুধু মাত্র পুজোর জন্য। নিখিলের বিশ্বাস এই ফুল শুধুমাত্র দেবী দুর্গার জন্য..
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
ব্যবসার জন্য চাষ নয়, পুজোর জন্য পদ্ম চাষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement