ছবি পরিচালনার সঙ্গে অভিনয়েও নজরুল, তাঁকে একবার বিপদ থেকে বাঁচান রবীন্দ্রনাথ

Last Updated:

সংখ্যায় মাত্র একটি হলেও নজরুল বাংলা ছবি পরিচালনা করেছিলেন ৷ সঙ্গীত পরিচালনার পাশাপাশি তাঁকে দেখা গিয়েছিল অভিনয়ও ৷ তিনের দশকে ফিল্ম কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল নজরুলের ৷ প্রতি মাসে তাঁর পারিশ্রমিক ছিল ৫০০ টাকা ৷

তিনি বিদ্রোহী কবি ৷ তিনি টর্পেডো ৷ তিনি মহাপ্রলয়ের নটরাজ ৷ এই অভিধাগুলোর আড়ালে চাপা পড়ে গিয়েছে তাঁর বহুমুখী প্রতিভার অনেক দিক ৷ জীবনের কষ্টিপাথরে যাচাই করে নেওয়া ব্যক্তিগত শোক যেমন অনুচ্চরিত থাকে দুখু মিঞার জীবনচর্চায়, ঠিক তেমনই অনালোচিত থেকে যায় সিনেমার পর্দায় কাজী নজরুল ইসলামের কাজ ৷
সংখ্যায় মাত্র একটি হলেও নজরুল বাংলা ছবি পরিচালনা করেছিলেন ৷ সঙ্গীত পরিচালনার পাশাপাশি তাঁকে দেখা গিয়েছিল অভিনয়েও ৷ তিনের দশকে ফিল্ম কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল নজরুলের ৷ প্রতি মাসে তাঁর পারিশ্রমিক ছিল ৫০০ টাকা ৷ ১৯৩৪ সালের ১ জানুয়ারি মুক্তি পেয়েছিল নজরুল পরিচালিত একমাত্র ছবি ‘ধ্রুব’ ৷ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘ভক্ত ধ্রুব’ অনুসারে তৈরি এই ছবিতে সহ-পরিচালক ছিলেন নজরুল ৷ আর একজন পরিচালক ছিলেন সত্যেন্দ্রনাথ দে৷
advertisement
নজরুলের সঙ্গীত পরিচালনায় সেকালে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ‘ধ্রুব’-র গানগুলি ৷ ছবিতে ব্যবহৃত ১৮ টি গানের মধ্যে ১৭ টিরই সুর দিয়েছিলেন তিনি ৷ চারটে গানে প্লেব্যাকও করেছিলেন ৷ পাশাপাশি, ফিল্ম কোম্পানির কথায় ছবিতে নারদের ভূমিকায় অভিনয়ও করেছিলেন অগ্নিবীণার স্রষ্টা ৷ বাকি কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন তুলসী চক্রবর্তী, আঙুরবালা, পারুলবালা, নিত্যানন্দ ঘটক, কুঞ্জলাল চক্রবর্তী, কার্তিক দে এবং যুগ্ম পরিচালক সত্যেন্দ্রনাথ দে ৷ তবে এই ছবির পর সেই ফিল্ম কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নজরুল ৷ শোনা যায়, পারিশ্রমিক নিয়ে দু পক্ষের মতান্তরই এর কারণ ৷
advertisement
advertisement
এর পরেও রুপোলি দুনিয়ার সঙ্গে কিন্তু সম্পর্ক অটুট ছিল তাঁর ৷ ১৯৩৭ সালে মুক্তি পায় ‘বিদ্যাপতি’ ৷ দেবকী বসুর সঙ্গে এই ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন নজরুল ৷ পাহাড়ি স্যান্যাল, কানন দেবী, ছায়া দেবী অভিনীত ‘বিদ্যাপতি’ জনপ্রিয়তার নিরিখে ছিল সফল ছবি ৷ পরের বছর ১৯৩৮-এ পরিচালক নরেশ মিত্র ঠিক করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘গোরা’ নিয়ে ছবি করবেন ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন কাজী নজরুল ইসলাম ৷
advertisement
রবি ঠাকুরের উপন্যাস থেকে হওয়া ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন কাজী নজরুল ৷ এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়েছিল পরাধীন বাংলার সাংস্কৃতিক আবহ ৷ বিশ্বভারতীর থেকে অনুমতি না নিয়েই গান রেকর্ড করালেন নজরুল ৷ ভেবেছিলেন, দায়িত্বে যখন তিনি, প্রতিষ্ঠান কোনও আপত্তি করবে না ৷ কিন্তু তাঁর বিশ্বাস টাল খেয়ে গিয়েছিল ছবি মুক্তির দুদিন আগে ৷ বিশ্বভারতীর তরফে আপত্তি তোলা হল গনের বিশুদ্ধতা নিয়ে ৷ তাদের বক্তব্য ছিল, নজরুলের পরিচালনায় রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিংয়ে ত্রুটি আছে ৷ ফলে, তারা অনুমতি দিতে পারবে না ৷ এদিকে প্রযোজকের মাথায় হাত!
advertisement
dhruva
‘ধ্রুব’ ছবির পুস্তিকা, উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের সৌজন্যে প্রাপ্ত
মরিয়া নজরুল ঠিক করলেন হাল ছাড়লে হবে না ৷ একবার শেষ চেষ্টা করতেই হবে ৷ তিনি জানতেন কে তাঁকে রক্ষা করতে পারেন ৷ ছবির কপি, প্রোজেকশনের যন্ত্র নিয়ে তিনি ছুটলেন শান্তিনিকেতন ৷ হাজির হলেন স্বয়ং রবীন্দ্রনাথের কাছে ৷ তাঁর অনুরোধ, কবি যেন একবার ছবিটি দেখেন, গানগুলি শোনেন, যদি মনে হয় ঠিক আছে, তিনি যেন তাঁর লিখিত অনুমতি দেন ৷ ছবি মুক্তি না পেলে প্রযোজকের অনেক টাকা ক্ষতি হয়ে যাবে ৷ ছবিটি দেখার জন্য অপেক্ষা করেননি রবীন্দ্রনাথ ৷ নজরুলের কথাতেই তিনি তাঁর লিখিত অনুমতি দিয়ে দিয়েছিলেন ৷ নজরুলের উপর তাঁর পূর্ণ আস্থা ছিল৷
advertisement
১৯৩৮-এর ৩০ জুলাই মুক্তি পেয়েছিল ‘গোরা’ ৷ নামভূমিকায় ছিলেন নরেশ মিত্র, প্রতিমা দাশগুপ্ত, জীবন গঙ্গোপাধ্যায়, সুহাসিনী দেবী এবং রাজলক্ষ্মী দেবী ৷
ছবির পাশাপাশি নজরুল কাজ করেছেন থিয়েটারে মঞ্চেও৷ ‘সিরাজউদদৌলা’, ‘জাহাঙ্গীর’, ‘অন্নপূর্ণা’ নাটকের জন্য তিনি গান লিখেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন ৷
কিন্তু তাঁর এই কাজগুলির রক্ষণাবেক্ষণ ঠিক ভাবে হয়নি ৷ ‘ধ্রব’-র দুর্লভ নেগেটিভ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে ৷ গত বছর লকডাউনে দক্ষ টেকনিশিয়ান পাওয়া যায়নি স্পুল পরিষ্কার করার, ফলে ক্ষতি আরও গভীর হয়েছে ৷
advertisement
নজরুলকে নিয়ে চর্চায় আমাদের যত্নের অভাব স্পষ্ট, মনে করেন অরিন্দম সাহা সরদার ৷ উত্তরপাড়া জীবনস্মৃতি  ডিজিটাল আর্কাইভের কর্ণধার অরিন্দম জানিয়েছেন তাঁদের সংগ্রহে ‘ধ্রুব’ ছবির একটি ডিজিটাল প্রিন্ট আছে ৷  সম্পূর্ণ ছবিটি সেখানে না থাকলেও নজরুল-গবেষকদের কাজে সুবিধে হবে ৷ অন্তত বাজারচলতি ইউটিউব ক্লিপের উপর নির্ভর করে থাকতে হবে না ৷ অরিন্দমের কথায়, ‘‘আমার মনে হয় এপার বাংলায় আমরা নজরুলের সৃষ্টির বিশুদ্ধতা রক্ষা করতে পারিনি ৷ বরং ওপার বাংলায় নজরুলচর্চা আমাদের থেকে অনেক এগিয়ে৷ কারণ সেখানে ব্রহ্মমোহন ঠাকুরকে অনুসরণ করা হয়েছে৷ কিন্তু আমরা এই নজরুলসাধককে গুরুত্ব দিইনি৷’’
এ বছরও ১১ জ্যৈষ্ঠ নজরুলের জন্মদিনে উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের তরফে ক্যালেন্ডার প্রকাশ করা হবে ৷ প্রকাশিত হবে পিডিএফ পুস্তিকাও ৷ সেখানে আলোচ্য বিষয় ‘গায়ক কি ইচ্ছেমতো নজরুলগীতি গাইবেন?’
অরিন্দম-সহ বহু গবেষকের ধারণা, এই ইচ্ছেমতো চলতে গিয়েই ছায়ানট নজরুলকে আমরা এখন হারায়ে খুঁজি ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
ছবি পরিচালনার সঙ্গে অভিনয়েও নজরুল, তাঁকে একবার বিপদ থেকে বাঁচান রবীন্দ্রনাথ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement