সান্তা ক্লজ কোথায় শায়িত? জেনে আসল কাহিনি

Last Updated:
#বারি: সান্তা ক্লজ বলতেই কল্পনায় হাজির হয় সফেদ চুল-দাড়িওয়ালা এক বৃদ্ধের স্নিগ্ধ অবয়ব। পরনে লাল আলখেল্লা, মাথায় লম্বা চোঙা টুপি।
সেইন্ট নিকোলাস কীভাবে এমন আকর্ষণীয় এক চরিত্র হয়ে উঠলেন- সে এক রহস্যই বটে।পবিত্র এই মানুষটিকে নিয়ে প্রচলিত গল্পের চূড়ান্ত অধ্যায়টি যেমন বিভ্রান্তিকর তেমনি বিতর্কিতও।
বিশ্বজুড়ে তাঁকে বিশেষ সম্মানের আসনে বসানো হলেও চিরনিদ্রায় তিনি কোথায় শান্তিতে ঘুমাচ্ছেন- তা অনেকেরই অজানা। প্রাথমিক ও মধ্যযুগীয় খ্রিষ্টান ঐতিহ্য অনুযায়ী, জনপ্রিয় খ্রিষ্টীয় ব্যক্তিত্বদের দেহাবশেষ বিভিন্ন জায়গার গির্জায় ছড়িয়ে দেওয়া হতো।
advertisement
advertisement
বিজ্ঞানীরা সান্তা ক্লজ নামে পরিচিত সেইন্ট নিকোলাসের দেহাবশেষের টুকরোগুলো একত্রিত করে এর ডিএনএ পরীক্ষা চালাতে পারেন। ২০১৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর প্রথম পদক্ষেপের কথা ঘোষণা করেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইলিনয়স স্টেটে অবস্থিত মর্টন গ্রোভের বেথানি চার্চের সেন্ট মার্থায় রক্ষিত একটি হাড়কে দীর্ঘদিন ধরে মনে করা হচ্ছে এটি সেইন্ট নিকোলাসের। হাড়টির রেডিওকার্বন গবেষণায় দেখা গিয়েছে, এটি যে শরীরের তাঁর মৃত্যুর সময়ের সঙ্গে নিকোলাসের মৃত্যুর সময়ের মিল রয়েছে।
advertisement
একই মত পোষণ করেছেন প্রত্নতাত্ত্বিক সময় নির্ধারণ বিশেষজ্ঞ টম হাইয়াম। এক বিবৃতিতে তিনি বলেন, 'হাড়টি সম্ভবত সেন্ট নিকোলাসেরই।'
2
বারিতে একাদশ শতাব্দীতে সেন্ট নিকোলাসের তৈরি গির্জা ৷ ছবি: এপি ৷
এখানে আরও কয়েকটি জায়গার উল্লেখ করা হল যেখানে নিকোলাসের দেহাবশেষ রয়েছে বলে মনে করা হয়:
advertisement
বারি, ইতালি : ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার লিটার্জিকাল স্টাডিজের অধ্যাপক রেভারেন্ড মাইকেল উইটকজাকের মতে, ১০৮৭ সালে সেন্ট নিকোলাসের দেহাবশেষ বা এর বেশিরভাগ অংশ আজকের তুরস্ক থেকে ইতালির অ্যাড্রিটিক পোর্ট সিটি বারিতে নেওয়া হয়।
তিনি বলেন, 'ক্রুসেডের সময়, যখন বাইজেন্টাইন সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, ইতালিয়ানদের একটি দল তাঁর (সেন্ট নিকোলাস) দেহাবশেষ কিংবা এর বড় অংশ মিরা থেকে বারিতে নিয়ে যায়। তুর্কিদের কাছ থেকে দেহাবশেষ রক্ষার জন্যই এটি করা হয়েছিল কারণ তুর্কিদের খ্রিষ্টীয় সন্তদের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না।'
advertisement
3
সেই হিসেবে দেহাবশেষ এখনো সেন্ট নিকোলাসের বেসিলিকাতে অবস্থিত, যা অর্থডক্স খ্রিষ্টান আর রোমান ক্যাথলিক উভয়ের কাছে একটি তীর্থস্থান। এখানে প্রতিবছর মে মাসে উৎসবের আয়োজন করা হয়।
ভেনিস, ইতালি : লিডোর সেন্ট নিকোলাসের ভেনিস'স চার্চে এক বিশপের এক টুকরো অস্থি রয়েছে। এটি পরিত্যক্ত মিরা থেকে ১০৯৯ সালে ভেনিসের নাবিকরা এনেছিলেন বলে দাবি করা হয়।
advertisement
এমন গল্পও প্রচলিত রয়েছে যে, বারি শহরের নাবিকরা তুরস্কের চার্চ থেকে এনেছিলেন। স্থানীয়দের ধারণা, নিকোলাসের এই হাড় ডাকাতদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল। কেননা, এটি শক্তিরও উৎস। সুতরাং, মনে হচ্ছে ডাকাতদের পরিত্যক্ত হাড়টি পরে ভেনিসবাসী কুড়িয়ে তা সংরক্ষণ করে।
ডিমরি, তুরস্ক : ২০১৭ সালের অক্টোবরে তুর্কি কর্তৃপক্ষ সুপারিশ করে যে, সেন্ট নিকোলাসের দেহাবশেষ এখনো ডিমরিতে রয়েছে। বিভিন্ন ধরনের ছবিসহ তাঁরা দাবি করেন, শহরের প্রাচীন সেন্ট নিকোলাস চার্চের মোজাইককৃত মেঝের নিচে একটি চেম্বার রয়েছে যেখানে থাকতে পারে তাঁর দেহাবশেষ। তুরস্কের প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন চেম্বারটি সন্তর সমাধি।
advertisement
এ ছাড়া, নিকোলাসের দেহাবশেষ কিংবা কোনো কোনো অংশ অন্য দেশেও রয়েছে বলে মনে করেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ। এসব দেশের তালিকায় রয়েছে ফ্রান্স, রাশিয়া, ফিলিস্তিনের নামও। তবে, যা-ই হোক না কেন, এসবই কেবল ধারণা। এসব ধারণা স্বপক্ষে অনেক তথ্য প্রমাণও থাকতে পারে। কিন্তু সেসব তেমন জোরালো নয়। ফলে চূড়ান্ত বিচারে এখনো বিষয়টি অমীমাংসিত।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
সান্তা ক্লজ কোথায় শায়িত? জেনে আসল কাহিনি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement