আহিরীটোলা সর্বজনীনের এবারের থিম 'অজান্তে' ! তৈরি হচ্ছে ছোট্ট গুজরাত

Last Updated:

এবার আশি বছরে পা দেওয়া উত্তর কলকাতার ঐতিহ্যের পুজোর থিম ‘অজান্তে’।

#কলকাতা: আহিরীটোলা সর্বজনীন মানেই বনেদিয়ানা। চলতি হাওয়ার বিপরীতে কিছু অন্য ভাবনা। এবার আশি বছরে পা দেওয়া উত্তর কলকাতার ঐতিহ্যের পুজোর থিম ‘অজান্তে’। ফোরজি পেরিয়ে ফাইভ-জির দোড়গোড়ায় দাঁড়িয়েও কী আমরা সত্যিই উন্নত? আধুনিক হতে গিয়ে অজান্তেই চরম বিপদের মুখে পড়ছি না তো? জল সংকট এমনই এক বিপদ। তিল তিল করে আমাদের দাঁড় করাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। সবটাই জানা। তবু সচেতন হচ্ছি কী? আহিরীটোলার ভাবনায় এবার জল-আতঙ্ক।জল অপচয় রোখার পাঠ দিতে এগারো শতকের বাউলি প্রথাকে বেছে নিয়েছেন শিল্পী তন্ময় চক্রবর্তী। তিনিই সাজাচ্ছেন এবার মণ্ডপ। তাঁর হাতিয়ার গুজরাতের পাটনের বিখ্যাত রাণী কি ভভ। সরস্বতী নদীর ধারে রানি উদয়মতীর তৎপরতায় সাতটি ধাপে তৈরি বিশাল কুয়োর রেপ্লিকা থাকছে আহিরীটোলার মণ্ডপে।
মাটি, ফাইবার, প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তির ছড়াছড়ি মণ্ডপে। আহিরীটোলার আসল চমক এবার প্রতিমায়। শিল্পীর মুম্বইয়ের স্টুডিওয়ে তৈরি হচ্ছে পাথরের দুর্গা। উত্তরের সাবেকি বারোয়ারির উমার সংসারে এবার এক অন্য পাঠ। জল সংরক্ষণের জন্য তৈরি হচ্ছে বিশাল কুঁয়ো। আহিরীটোলায় থমকে নস্টালজিয়া । থিমের ভিড়ে সাবেকিয়ানা আঁকড়ে থাকা উত্তর কলকাতার গর্বের পুজোয় এবার সচেতনতার পাঠ। তবে এই পুজোকে ঘিরে মানুষের সব সময় উৎসাহ থাকে। এবার আহিরীটোলায় তৈরি হবে একটা ছোট গুজরাত। দেখানো হবে জল কতটা প্রয়োজনীয়। জল সংরক্ষণের পাঠও দেওয়া হবে। তাই এবারের 'অজান্তে' থিমটি নিয়ে এখন থেকেই সকলের মনে উৎসাহ দেখা যাচ্ছে। তবে কেমন হল এই মন্ডপসজ্জা ? তা জানতে হলে অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
আহিরীটোলা সর্বজনীনের এবারের থিম 'অজান্তে' ! তৈরি হচ্ছে ছোট্ট গুজরাত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement