#কলকাতা: এবার লড়াই ডিজিটালে। উধাও হোর্ডিং। নেই ব্যানার। উৎসব এবার মুখ ঢাকেনি আকাশের। মহানগরের রাজপথে নেই পুজোর ঘোষণা। রাস্তার মোড়ে নেই শিল্পীর মুখ। মণ্ডপের লোকেশন। দোরগোড়ায় পুজো। কিন্তু এ কোন কলকাতা?
ছুটছে শহর। পরিচ্ছন্ন চারপাশ। রাস্তার ধারের বাড়ির বারান্দা থেকে ঝকঝকে আকাশ। ব্যানার , হোর্ডিং-এর আড়াল নেই। পুজো আসছে,কে বলবে?
কোন শিল্পী কোন পাড়ায়? শতবর্ষে কার থিম কি? উত্তর না কী দক্ষিণ? দুর্গাপুজো মানেই সেয়ানে-সেয়ানে টক্কর। থিমের লড়াইয়ে, বিজ্ঞাপনের ক্যাচওয়ার্ডে লড়কে লেঙ্গে। ব্যানারে-হোর্ডিংয়ে ঠাণ্ডা যুদ্ধ।
ছবিটা বদলাচ্ছিল। আগ্রহ বাড়ছিল সোশাল সাইটে দেওয়াল লিখনে। নিউ নর্মালে এবার টোটাল ডিজিটাল ক্যাম্পেন। পাড়ায়-পাড়ায় ডিজিটাল পুজোর লড়াই। খরচ কম। রিচ বেশি। করোনা আবহে ব্যানার, হোর্ডিং লাগানোর ঝুঁকি থেকে মুক্তি ডিজিটাল বিজ্ঞাপনে।
পুজোর শহরে মুখ ঢাকা বাড়ির বারান্দাদের এবার স্বস্তি। ডিজিটাল টক্করে অভ্যস্থ হয়ে উঠছে নিউ নর্মাল কলকাতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।