'এডুকেশন' নিয়ে পড়েছেন? উচ্চশিক্ষার দারুণ সুযোগ হাতছাড়া করবেন না! কাজ পেতে পারেন কোথায়? জেনে নিন

Last Updated:

Education| অনেকেই এই বিষয়কে শুধুমাত্র শিক্ষকতার সঙ্গে মিলিয়ে দেখেন। কিন্তু বাস্তবে এডুকেশন মানে কেবল ক্লাসরুমে পড়ানো নয়, বরং শিক্ষা ব্যবস্থা, সমাজ, মনস্তত্ত্ব, নীতি ও প্রশাসনের একটি সমন্বিত পাঠ।

News18
News18
দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ পড়াশোনা ও পেশা বেছে নেওয়ার প্রশ্নে বহু পড়ুয়াই দ্বিধায় পড়ে। বিজ্ঞান, কলা বা বাণিজ্যের প্রচলিত বিষয়গুলির বাইরে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলি তুলনামূলক ভাবে কম আলোচিত হলেও দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ও বহুমুখী সম্ভাবনার দরজা খুলে দেয়। একাদশ–দ্বাদশ স্তরে এডুকেশন (শিক্ষা) ঠিক তেমনই একটি বিষয়। অনেকেই এই বিষয়কে শুধুমাত্র শিক্ষকতার সঙ্গে মিলিয়ে দেখেন। কিন্তু বাস্তবে এডুকেশন মানে কেবল ক্লাসরুমে পড়ানো নয়, বরং শিক্ষা ব্যবস্থা, সমাজ, মনস্তত্ত্ব, নীতি ও প্রশাসনের একটি সমন্বিত পাঠ।
একাদশ–দ্বাদশ স্তরে এডুকেশন পড়লে ছাত্রছাত্রীরা শিক্ষার মনস্তাত্ত্বিক দিক, সামাজিক প্রভাব, ঐতিহাসিক বিবর্তন এবং দর্শনভিত্তিক ধারণার সঙ্গে পরিচিত হয়। মানুষ কীভাবে শেখে, শিক্ষার মাধ্যমে সমাজ কী ভাবে বদলায়, শিক্ষা ব্যবস্থার কাঠামো ও সীমাবদ্ধতা—এই সব প্রশ্নের প্রাথমিক উত্তর খোঁজার সুযোগ মেলে এই বিষয়ের মাধ্যমে। ফলে যারা সমাজ, মানুষ ও নীতিনির্ধারণের জগৎকে কাছ থেকে বুঝতে চায়, তাদের জন্য এডুকেশন একটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেয়।
advertisement
advertisement
বর্তমান সময়ে শিক্ষা শুধু পাঠ্যবই বা বিদ্যালয়-কেন্দ্রিক নয়। শিক্ষানীতি, প্রশাসন, প্রশিক্ষণ, কাউন্সেলিং, গবেষণা এবং সামাজিক উন্নয়নের সঙ্গে শিক্ষার নিবিড় যোগ তৈরি হয়েছে। সেই কারণেই একাদশ–দ্বাদশ স্তরে এডুকেশন নিয়ে পড়াশোনা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নানা পথ খুলে দিতে পারে। তবে এই বিষয়ে পড়াশোনা করলে ঠিক কী ধরনের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, শিক্ষকতার বাইরে আর কোন কোন ক্ষেত্রে চাকরি পাওয়া যায়—এসব প্রশ্ন অনেকের মনেই থাকে। সেই দিকগুলিই স্পষ্ট করে বোঝার জন্য এডুকেশন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন।
advertisement
একাদশ–দ্বাদশ স্তরে যাঁরা এডুকেশন নিয়ে পড়েছেন, তাঁদের সামনে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও চাকরির একাধিক পথ খোলা থাকে। বিষয়টি অনেকের কাছেই কম চর্চিত হলেও, বাস্তবে এর ব্যবহারিক গুরুত্ব যথেষ্ট।
দশমের পর কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের পাশাপাশি এডুকেশন একটি স্বতন্ত্র বিষয় হিসেবে একাদশ–দ্বাদশে পড়ানো হয়। এই স্তরে শিক্ষা বিষয়ের পাঠ্যক্রমে শিক্ষা-মনস্তত্ত্ব, সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, দর্শন, শিক্ষাব্যবস্থার কাঠামো এবং শেখানো–শেখার প্রক্রিয়ার প্রাথমিক ধারণা দেওয়া হয়। ফলে ছাত্রছাত্রীরা সমাজ ও মানুষের মানসিক বিকাশকে শিক্ষার আলোকে বুঝতে শেখে।
advertisement
উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে জানা জরুরি। এডুকেশন বিষয়ে স্নাতক স্তরের ডিগ্রির নামও ব্যাচেলর অফ এডুকেশন, আবার শিক্ষকতার প্রশিক্ষণের জন্য যে ডিগ্রি করতে হয়, সেটির নামও বিএড। নাম একই হলেও এই দু’টি সম্পূর্ণ আলাদা। এডুকেশন বিষয়ে স্নাতকে মূলত শিক্ষাতত্ত্ব, পাঠ্যক্রম নির্মাণ, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষাদর্শ, শিক্ষা-মনস্তত্ত্ব ও সামাজিক দিকগুলি পড়ানো হয়। অন্যদিকে, শিক্ষকতার বিএড মূলত শ্রেণিকক্ষে পাঠদানের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের উপর নির্ভরশীল।
advertisement
কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এডুকেশন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি, স্নাতকোত্তরের পর গবেষণা স্তরেও এই বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
'এডুকেশন' নিয়ে পড়েছেন? উচ্চশিক্ষার দারুণ সুযোগ হাতছাড়া করবেন না! কাজ পেতে পারেন কোথায়? জেনে নিন
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement