প্রবাসে জমজমাট শারদোৎসবের প্রস্তুতি ! নাচ, গান, নাটকের মহড়া চলছে জোরকদমে
Last Updated:
কুমরটুলি থেকে আগেই বিদেশে পাড়ি দিয়েছে প্রতিমা। কারও গন্তব্য জার্মানির কোলন, তো কারও আবার ইংল্যান্ডের বার্মিংহাম। প্রবাসে জমিয়ে চলছে শারদোৎসবের প্রস্তুতি। রাইন নদীর তীরে জার্মািনর কোলন। সেখানেই গত সাতাশ বছর ধরে পুজো করছেন প্রবাসী বাঙালিরা। এখন চলছে শারদোৎসবের মহড়া।
ইংল্যান্ডেই বার্মিংহামে দুর্গাপুজো আয়োজন করে সাবাশ। তাদের পুজো এবার পা দিল ষষ্ঠ বর্ষে। শারদোৎসবের অনুষ্ঠানে থাকছে নাচ-গান-নাটক।রিহার্সাল নয়, বেঙ্গলি কালচারাল সোসাইটির উদ্যোগে মহালয়ায় মহিষাসুর মর্দিনী মঞ্চস্থ হল ইংল্যান্ডের রিডিঙে। নাচে-গানে মাতলেন প্রবাসী বাঙালিরা। ষষ্ঠীতে নয়, পঞ্চমীতেই কুয়ালা লামপুরের অভিযান রিক্রিয়েশন ক্লাবে দেবীদুর্গার বোধন। ষষ্ঠী থেকে দশমী- পাঁচদিন ধরে চলে নানা অনুষ্ঠান। মহালয়ার দিনও পুজোর প্রস্তুতি।
view commentsLocation :
First Published :
October 01, 2019 6:56 PM IST

