#কলকাতা : দুর্গাপুজো (Durga Puja 2021) আর তাকে ঘিরে উৎসবের মেজাজ বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যার সূচনা হয় মহালয়ার হাত ধরে। পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের শুরু। মহালয়ার ভোরে (Mahalaya) বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে (Mahishasur Mardini) বাঙালির ঘুম ভাঙিয়ে শারদীয়ার উৎসব বয়ে আনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদ-গম্ভীর স্বর। ২ ঘণ্টার অনুষ্ঠান শেষে বাঙালির চোখ রাখে টিভির পর্দায়। বিভিন্ন চ্যানেলে শুরু হয় দেবী দুর্গার (Durga Puja 2021) মহিষাসুর বধ পালা।
দুর্গা রূপে দর্শকদের সামনে এসেছেন হেমা মালিনী (Hema Malini) থেকে হাল আমলের বহু নামী অভিনেত্রী। তবে শেষ কয়েক বছর ধরে অভিনেত্রী পায়েল দে-কেই (Payel De) দেবী দুর্গা (Durga Puja 2021) হিসাবে দেখতে চাইছে জনতা। রীতিমতো পাবলিক ডিমান্ড। সোশাল মিডিয়ায় চোখ রাখলেই তা পরিষ্কার। পায়েলের বহু পোস্টে তাঁর অনুরাগীরা অনুরোধ করছেন, তিনি যেন দেবী দুর্গার ভূমিকায় মহালয়ার সকালে সকলের ড্রইং রুমে পৌঁছে যান। পায়েল নিজে অবশ্য নিয়ে কিছু বলতে চাননি।
দুর্গা ধারাবাহিক দিয়েই বাঙালির ড্রয়িংরুমে নিজের পরিচয় তৈরি করেছিলেন পায়েল। তাঁর সেই রূপ আজও ভোলেননি দর্শক। আরও একবার স্মৃতির পাতায় তাঁরা দিতে চান ডুব।তাঁর সেই রূপ আজও ভোলেননি দর্শক। আরও একবার স্মৃতির পাতায় তাঁরা দিতে চান ডুব। ‘গার্ল নেক্সট ডোর’– পায়েলকেই তাই তাঁদের পছন্দ। তবে সূত্রের খবর, মহালয়ার সকালে দুর্গা হিসেবে কর্তৃপক্ষের মাথায় রয়েছে অন্য নাম। যদিও সে ব্যাপারে এখনই মুখ খুলতে চান না তাঁরা।
জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে এখন প্রতিদিন পায়েলের অভিনয় দেখেন দর্শক। ধারাবাহিকের পাশাপাশি অন্য ফর্মেও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। মেরাক-এর জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। ছেলের সব কাজ একা হাতে করতেন তিনি। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তই মিস করতে চাননি। লকডাউনের কারণে মাঝে সব রকম কাজই বন্ধ ছিল। ধীরে ধীরে ফের সব কিছু স্বাভাবিক হচ্ছে। পায়েলও কাজে ফিরছেন। মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘মুখোশ’।
পায়েলকেই আরও একবার দুর্গা রূপে পাবেন কি দর্শক? নাকি নতুন কোনও সারপ্রাইজ অপেক্ষা করছে তাঁদের জন্য? তালিকায় আছে আরও কিছু নাম। তবে চূড়ান্ত উত্তর জানতে ধৈর্য ধরতে হবে আরও কিছুটা সময়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2021