বজ্রপাত কেমন করে হয়, বিজ্ঞান কী বলে? কোন শারীরিক লক্ষণে বোঝা যায় বাজ পড়তে চলেছে?

Last Updated:

ঝড়-বৃষ্টির সময় কাছে পিঠের এলাকায় বজ্রপাত হওয়ার আগে কিছু লক্ষণ বুঝতে পারা যায়। কী ভাবে বুঝবেন, জেনে নিন

সারাদিন রোদ, ভ্যাপসা গরম কাটিয়ে কম-বেশি প্রত্যেকেই চায় বিকেলবেলা একটু বৃষ্টি বা কালবৈশাখী হোক। তাহলে রাতের ঘুমটা আনন্দের হবে। এমনটা যে একেবারে হয় না তা কিন্তু নয়, এমনটা হয়। কালবৈশাখী নিয়ে আসে ঝড়, বৃষ্টি, বজ্রপাত। এছাড়াও প্রাক-বর্ষার বৃষ্টি যেমন স্বস্তি দেয়, তেমনই বজ্রবিদ্যুতের কারণে অনেক চাষিদের প্রাণহানি ঘটে। এই বজ্রবিদ্যুৎই হল আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয়। কী ভাবে হয় বজ্রপাত? ছোট থেকেই আমরা জানি, মেঘে মেঘে ঘর্ষণের ফলে তৈরি হয় বিদ্যুৎ। যা বজ্রপাত হয়ে নেমে আসে। তবে এর পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক মতবাদ। গবেষকরা বলেছেন, বজ্রপাত বিদ্যুতেরই একটা রূপ। বিজ্ঞানী বেন ফ্র্যাঙ্কলিন (Ben Franklin) বজ্রপাতে নিয়ে গবেষণা করার সময় ঝড়ের মধ্যে একটি ঘুড়ি উড়িয়েছিলেন। তিনি প্রমাণ করেছেন বজ্রপাত এক ধরনের বৈদ্যুতিক প্রবাহ।
ঠাণ্ডা ও উষ্ণ বাতাস যখন একসঙ্গে মিলিত হয়, তখন বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠাণ্ডা বাতাসের মধ্যে বরফের স্ফটিক রয়েছে। আর উষ্ণ বাতাসের মধ্যে জলের ফোঁটা রয়েছে। ঝড়ের সময় জল ও বরফের স্ফটিক একসঙ্গে মিশে বৈদ্যুতিক চার্জ তৈরি করে। মেঘের মধ্যে ব্যাটারির মতোই প্লাস (plus) এবং মাইনাসের (minus) দু'টি প্রান্ত থাকে। যা কি না বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। ব্যাটারির প্লাস অংশ মেঘের মধ্যেই থাকে, মাইনাস অংশ ভূমিকে ধরা হয়। এভাবেই, শক্তিশালী বিদ্যুৎ বজ্রপাতে পরিণত হয়ে ভূমিতে নেমে আসে। সেই সময় উঁচু যে কোনও কিছু অবলম্বন করে বজ্রপাত ঘটায়, যা প্রচণ্ড বড় বিস্ফোরণের শব্দের মতো শোনায়।
advertisement
বজ্রপাতকে সবসময় বিপজ্জনক হিসাবে ধরা হয়।
advertisement
যে কোনও খোলা জায়গা থেকে দূরে থাকাই এই সময় বাঞ্ছনীয়।
গাছের নিচে না থাকায় ভালো।
বজ্রপাত থেকে বাঁচার সব থেকে ভালো জায়গা ইটের ছাদওয়ালা বাড়ি।
ঝড়ের সময় নদী বা পুকুরে একদমই থাকা উচিত নয়।
মেঘে বিদ্যুৎ তৈরি হওয়ার পর তা নিজের এলাকার ২০ মাইলের পর্যন্ত বিস্তীর্ণ এলাকার যে কোনও অংশে বজ্রপাত হয়ে পড়তে পারে।
advertisement
ঝড়বৃষ্টির সময় যে কোনও ইলেকট্রনিক্স গুডস আনপ্লাগ করে রাখাই ভালো।
হাতের মধ্যে যে কোনও ধাতব বস্তু বা ছাতা নিয়ে না বেরোনই ভালো।
ঝড়-বৃষ্টির সময় কাছে পিঠের এলাকায় বজ্রপাত হওয়ার আগে কিছু লক্ষণ বুঝতে পারা যায়। যেগুলি হল মাথার চুল দাঁড়িয়ে যায়। শরীরের রোমকূপ দাঁড়িয়ে যায়। যদি এমনটা হয় তাহলেই নিরাপদ জায়গায় চলে যেতে হবে। কাছে পিঠে নিরাপদ জায়গা না পেলে যতটা সম্ভব মাটির কাছাকাছি মাথা নিচু করে বসে পড়তে হবে।
view comments
বাংলা খবর/ খবর/Explained/
বজ্রপাত কেমন করে হয়, বিজ্ঞান কী বলে? কোন শারীরিক লক্ষণে বোঝা যায় বাজ পড়তে চলেছে?
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement