Sunanda Sanyal: প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্য়াল, মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Sunanda Sanyal: এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন পুলক নারায়ণ, সাহিত্যক পৃথ্বীরাজ সেন, পরিচালক অরুণ রায়, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি দীপ্তিমান বসু।
প্রয়াত বিশিষ্ট বুদ্ধিজীবী সুনন্দ সান্যাল। দুপুর একটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। চার পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি।
১৯৩৪ সালে বাংলাদেশে পাবনাতে জন্ম হয় তাঁর। বার্ধক্যজনিত কারণে ভুগছিলন দীর্ঘদিন। নন্দীগ্রাম আন্দোলনের অন্য়তম প্রতিবাদী মুখ ছিলেন সুনন্দবাবু। কামদুনি থেকে সারদা বিভিন্ন বিষয়ে সক্রিয় ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু শিক্ষাবিদ-সহ বিশিষ্ট ব্যক্তিগণ। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা শ্মশানে।
advertisement
advertisement
আরও পড়ুন: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?
এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন পুলক নারায়ণ, সাহিত্যক পৃথ্বীরাজ সেন, পরিচালক অরুণ রায়, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি দীপ্তিমান বসু।
Location :
First Published :
March 22, 2022 7:44 PM IST