Yogi Adityanath Film Controversy: বম্বে হাই কোর্টের বিরাট রায়! বিনা কাটছাঁটেই মুক্তি পাবে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী’...

Last Updated:

Yogi Adityanath Film Controversy: বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছে অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী ছবিটিকে বিনা কাটছাঁটেই মুক্তি দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে ছবিতে কোনও অশ্লীলতা বা মানহানিকর বিষয় নেই, ফলে ছবির মুক্তির পথ সম্পূর্ণ পরিষ্কার হল...

বম্বে হাই কোর্টের বিরাট রায়! বিনা কাটছাঁটেই মুক্তি পাবে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী’...
বম্বে হাই কোর্টের বিরাট রায়! বিনা কাটছাঁটেই মুক্তি পাবে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী’...
মুম্বই: বম্বে হাই কোর্ট সোমবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তাদের তরফে কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ডকে (CBFC) নির্দেশ দেওয়া হয়েছে যে, অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী ছবিটিকে কোনও কাটছাঁট বা পরিবর্তন ছাড়াই প্রেক্ষাগৃহে মুক্তির সার্টিফিকেট দিতে হবে।
CBFC পূর্বে ছবিটিতে ২৯টি কাটের দাবি জানায়, পরে তা কমিয়ে ২১টিতে আনে। প্রযোজনা সংস্থা সম্রাট সিনেম্যাটিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই দাবির বিরুদ্ধে আদালতে যায় এবং যুক্তি দেয় যে এই কাটগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয়।
advertisement
বিতর্ক মেটাতে বেঞ্চ সপ্তাহান্তে পুরো ছবিটি নিজেই দেখে। সোমবার বিচারকরা রায় দেন, “আমরা ছবিটি প্রেক্ষাপটে দেখেছি এবং পুনঃসম্পাদনার প্রয়োজন মনে করি না। যেসব জায়গায় আপত্তি জানানো হয়েছে, আমরা থেমে থেমে খুঁটিয়ে দেখেছি। আমাদের কিছুই আপত্তিজনক মনে হয়নি।”
advertisement
CBFC’র পক্ষের সিনিয়র অ্যাডভোকেট রাম আপটে যুক্তি দেন যে ছবিটিতে অশ্লীলতা রয়েছে এবং তা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য মানহানিকর হতে পারে। বেঞ্চ যখন তাঁকে জিজ্ঞাসা করে তিনি ছবিটি দেখেছেন কি না, তিনি স্বীকার করেন যে দেখেননি। আদালত স্পষ্টভাবে জানায় যে ছবিটিতে কোনও অশ্লীল বা মানহানিকর উপাদান নেই।
বিচারকরা আরও প্রস্তাব দেন যে ছবিতে একটি অতিরিক্ত ডিসক্লেইমার দেওয়া যেতে পারে, যাতে পরিষ্কার করা হয় যে এটি কল্পিত চরিত্র দ্বারা অনুপ্রাণিত একটি সৃজনশীল কাজ। প্রযোজকরা তাতে সম্মতি দেন এবং একটি সংশোধিত ডিসক্লেইমার জমা দেন, যা আদালত গ্রহণ করে।
advertisement
জানা গেছে, ছবিটি দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার বই থেকে অনুপ্রাণিত। শুনানির সময় বেঞ্চ CBFC’র আইনজীবীকে জিজ্ঞাসা করে তিনি বইটি পড়েছেন কি না— উত্তরে তিনি ‘না’ বলেন। প্রযোজকদের আইনজীবীরা জানান, বইটি বহু জাতীয় ও আন্তর্জাতিক গ্রন্থাগারে রয়েছে এবং ছবির কাহিনির মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।
advertisement
আদালত আরও মন্তব্য করে যে, ভারতীয় আইন অনুসারে শুধুমাত্র কোনও ব্যক্তি বা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি বলেই কোনও সিনেমাকে সার্টিফিকেট দিতে অস্বীকার করা যায় না। বিচারকরা জোর দিয়ে বলেন, যদি কিছু থাকে, তবে এই ছবি আসলে যোগী আদিত্যনাথকে মূলত ইতিবাচকভাবে উপস্থাপন করেছে।
CBFC’র আপত্তি খারিজ করে বম্বে হাই কোর্ট বোর্ডকে নির্দেশ দিয়েছে ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সার্টিফিকেট দিতে। এর ফলে অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী এখন দর্শকদের সামনে আসার পথ সুগম হল।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yogi Adityanath Film Controversy: বম্বে হাই কোর্টের বিরাট রায়! বিনা কাটছাঁটেই মুক্তি পাবে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী’...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement