Yami Gautam in Kolkata: শ্রেয়ার গানে, শান্তনুর সুরে কলকাতায় আবার 'লস্ট' ইয়ামি, হারিয়ে গেলেন বলি তারকা!
- Published by:Teesta Barman
Last Updated:
Yami Gautam in Kolkata: আগামী ১৬ ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পেতে চলেছে অনিরুদ্ধর এই ছবি। ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে ইয়ামিকে। কলকাতায় ৫০ দিন ধরে শ্যুটিং হয়েছে এই ছবির।
কলকাতা: নতুন ছবির প্রচারে শহরে শহরে ঘুরছেন ইয়ামি গৌতম ধর। এবারে পছবির পরিচালকের নিজের শহরে পা ইয়ামির। অনিরুদ্ধ রায়চৌধুরীর 'লস্ট' ছবিতে অভিনয়ের সুবাদে কলকাতায় এলেন বলি তারকা। তবে এই প্রথম নয়, তিলোত্তমার সঙ্গে তাঁর যোগসূত্র অনেক পুরনো।
সেই নস্টালজিয়ায় হারিয়ে গেলেন ইয়ামি। কলকাতার স্টাইলে 'লস্ট' তিনি। নিজেই জানালেন ইনস্টাগ্রাম রিলে। সঙ্গে রইল শান্তনু মৈত্রর সুর, শ্রেয়া ঘোষালের কণ্ঠ এবং স্বনন্দ কিরকিরের কথা। গানের কথা হিন্দিতেই লেখা। গানের নাম, 'নৌকা ডুবি।' সুরের মধ্যে বাংলার ছোঁয়া রয়েছে ভরপুর। সেই গানে লিপ দিয়ে রিল বানালেন ইয়ামি। টুকরো টুকরো কলকাতা সফরের ছবি-ভিডিওর কোলাজের সঙ্গে।
advertisement
advertisement
advertisement
'লস্ট'-এ অভিনয় করার সময়ে অনেকদিন এই শহরে ছিলেন ইয়ামি। বুধবার সেই ছবির বিশেষ স্ক্রিনিং ছিল প্রিয়া সিনেমা হলে। সেখানেই নিউজ18 বাংলার মুখোমুখি হন নায়িকা। কলকাতার খাবারের মধ্যে ফুচকা, বিরিয়ানি, দক্ষিণেশ্বর কালীমন্দির, কালীবাড়ি, আর বাংলা ভাষা, তাঁর পছন্দের তালিকা মোটেও ছোট নয়।
advertisement
আরও পড়ুন: ৫০ দিনে কলকাতাকে যা চিনেছি তা ৫০ বছরের সঞ্চয় হয়ে থাকবে, কলকাতা আমাকে আন্তরিক হতে শিখিয়েছে: ইয়ামি
ভিডিওতেও সে কথা স্পষ্ট, গাড়ি করে যেতে যেতে শহরের বিভিন্ন অলিগলি উপভোগ করেছেন ইয়ামি। রেস্তরাঁয় চা, চিজ মাখানো পাঁউরুটি খেতেও দেখা গেল নায়িকাকে। ডোরাকাটা শাড়ি-ব্লাউজে অপরূপ দেখাচ্ছিল তাঁকে।
advertisement
আগামী ১৬ ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পেতে চলেছে অনিরুদ্ধর এই ছবি। ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে ইয়ামিকে। কলকাতায় ৫০ দিন ধরে শ্যুটিং হয়েছে এই ছবির।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 9:35 PM IST