পান মশলার বিজ্ঞাপনে তিন তারকার সঙ্গে কাজ! সৌন্দর্য শর্মাকে চেনেন?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Majumder
Last Updated:
Soundarya Sharma: ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে বলিউডের তিন সুপারস্টার - শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে।
মুম্বাই: নিজের বিতর্কিত পান মশলার বিজ্ঞাপন নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী সৌন্দর্য শর্মা। প্রসঙ্গত ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে বলিউডের তিন সুপারস্টার – শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে।
সংবাদমাধ্যমের কাছে সৌন্দর্য জানালেন যে, কিছু না ভেবেই তিনি এই প্রজেক্টে হ্যাঁ বলেছেন। এমনকী তিনি এ-ও ভাবেননি যে, এটা ঘটনাচক্রে একটা বড় বিষয়ে পরিণত হবে।
বিজ্ঞাপন করার সময় সৌন্দর্য বলেছিলেন যে, অবশেষে এই ধরনের সুযোগ তাঁর জন্য এল। আর এর জেরে তিনি বেশ আনন্দিত।
advertisement
আরও পড়ুন- শ্রাবন্তী সেলেনোফিল! চাঁদের আলোতে এই কাজ করেন! আসল রহস্য জানলে অবাক হবেন
অভিনেত্রী বলেন, “যখন আমাকে বিজ্ঞাপনের অফার দেওয়া হয়, তখন তাঁরা প্রথমেই শাহরুখ স্যার, অজয় স্যার এবং অক্ষয় স্যারের কথা বলেছিলেন। আমি তো ভেবেছিলাম যে, এটা হতেই পারে না। কারণ এমনটা আমার সঙ্গে আগে কখনও ঘটেনি।
advertisement
সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার বিষয়টা আমার কাছে অভূতপূর্ব ছিল। এরপরেই ওঁরা জানান যে, এটা মাউথ ফ্রেশনার সংক্রান্ত বিজ্ঞাপন। ওই মুহূর্তে আমি বলি ঠিক আছে। ব্যক্তিগত ভাবে বলতে গেলে আমার তখন মনে হচ্ছিল যে, আমার মধ্যেকার বাচ্চা মেয়েটা উচ্ছ্বাসের সঙ্গে বলছে, হে ভগবান! আমি তাঁদের স্ক্রিনে দেখে বেড়ে উঠেছি! আমার জন্য তো এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। যা আমার জন্য অত্যন্ত বড়!”
advertisement
তিনি আরও বলেন, “আমি কোনও ব্র্যান্ড কিংবা পণ্যের নেতিবাচক দিক প্রচার করার বিষয়টা কখনওই ভাবিনি। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন, আমি কি এতই বোকা যে, বিষয়টাতে না বলতে পারতাম না। আসলে আমি এমন মানুষদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে চলেছি, যাঁদের অভিনেতা হিসেবে আদর্শ বলে মানি। এটাই ছিল আমার একমাত্র ভাবনা। আর সেটা নিয়েই আমি বেশ আনন্দিত ছিলাম। ফলে সেই মুহূর্তে এর থেকে খুব বেশি কিছু ভাবিনি আমি।”
advertisement
গত বছর অক্ষয় কুমারকেও এই ধরনের বিজ্ঞাপনের জন্য কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অবশেষে ক্ষমা চেয়ে সে যাত্রা বিতর্কের অবসান ঘটান অভিনেতা।
আরও পড়ুন- পিছনে ফেলে দিয়েছে ডানকি-পাঠান-কেও, ভারতীয় এই ছবির টিজার এই মুহূর্তে মোস্ট ওয়াচড
এমনকী এ-ও জানিয়েছিলেন যে, ওই ব্র্যান্ডের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে নতুন একটি বিজ্ঞাপন সম্প্রচার হওয়ার পরে অবশ্য ফের অক্ষয় কুমারকে ব্যাখ্যা দিতে হয়েছিল। অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি নিজের কথা রেখেছেন। কারণ এই বিজ্ঞাপনটি ২০২১ সালে শ্যুট করা হয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Nov 09, 2023 11:41 PM IST










